পুজোর মুখে অনেকের মনই দার্জিলিং- দার্জিলিং করছে। আসলে পাহাড়ে বেড়াতে যাওয়ার মজাই আলাদা। কিন্তু বেড়াতে গিয়ে সাবধানতা অবলম্বন করাটাও দরকার। কোনওভাবেই যাতে প্রতারকদের পাল্লায় আপনি পড়ে না যান সেটা দেখাটাও দরকার।
আর সেকারণেই পর্যটকদের পাশে থাকার জন্য এবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নতুন একটা অ্যাপ নিয়ে আসছে। মানে পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে রেখে দিন। আপনি বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের তথ্য পাবেন। আপনাকে এদিক ওদিক সার্চ করতে হবে না। কোনটা আসল আর কোনটা নকল এই চিন্তায় রাতের ঘুম কাবার করে দিতে হবে না।
সূত্রের খবর পুজোর আগেই এই ধরনের অ্যাপ নিয়ে আসছে জিটিএ। মিলেনিয়াম পোস্ট সূত্রে খবর, এই অ্যাপে আপনি হোমস্টে-হোটেলের বিবরণ, কোন রেস্তরাঁয় কী থাকছে, বিপদে পড়লে পুলিশকে ডাকতে হলে কোথায় ফোন করবেন, ট্রাভেল এজেন্ট কারা সহ নানা ধরনের পর্যটন সংক্রান্ত খুঁটিনাটি পাবেন এখানেই।
আসলে একটা সময় ছিল পুজো আর গরমের ছুটিতে মানুষ পাহাড়মুখী হতেন। তবে এখন সংজ্ঞা বদলে গিয়েছে। সব ঋতূতেই মানুষ পাহাড়মুখী। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য দেখানোর জন্যও প্যাকেজ ট্যুর হচ্ছে। তবে এই অ্যাপগুলি চলে গেলে প্রথমবার যারা দার্জিলিং যাচ্ছেন তাঁদের আর হাতড়ে বেড়াতে হবে না। চটজলদি সব তথ্য় পাবেন। এমনকী পাহাড়ে যখন গড়িয়াহাটের ভিড় তখন হোটেল আর গাড়ি ভাড়া কেমন তার ধারনাও পাবেন এই অ্যাপে।
সূত্রের খবর দুটি অ্যাপ আসতে পারে শীঘ্রই। একটি অ্যাপে আপনি পর্যটক হিসাবে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। এক্ষেত্রে পর্যটক হিসাবে আপনি যে দার্জিলিংয়ে এসেছেন তার তথ্য জিটিএর কাছে থাকবে। কারণ বহু ক্ষেত্রেই দেখা যায় গোটা বিশ্ব থেকে পর্যটকরা দার্জিলিংয়ে আসছেন। কিন্তু তাঁদের সম্পর্কে বিবরণ সরকারি খাতায় অনেক সময় থাকে না। এই অ্যাপের মাধ্যমে পর্যটকদের সঙ্গে জিটিএর সমণ্বয় আরও বাড়বে।
আর দ্বিতীয় অ্যাপটা অত্যন্ত কার্যকরী। এই অ্য়াপের মাধ্যমে আপনি দার্জিলিংয়ের হোমস্টে, সেখানে কী ধরনের রান্নাবান্না হয়, স্পেশাল কিছু থাকছে কি না, নিয়মকানুন কী রয়েছে সবটা জানতে পারবেন।