অনেক সময়ই পুরুষদের দিকেই আঙুল ওঠে যে তাঁরা পরকীয়ায় জড়ান। কিন্তু শুধুই কি পুরুষরাই পরকীয়ায় জড়ান? কারা করেন পরকীয়া আর কেনই বা করেন জানেন?
সদ্য করা একটি সমীক্ষা অনুযায়ী নারীরাই পুরুষদের থেকে বেশি পরকীয়ায় জড়ান। এর মূল কারণ হল যৌন জীবনে আসা একঘেয়েমি। অধিকাংশ সময় মনে করা হয় যে পুরুষরা তাঁদের সঙ্গীর প্রতি আকর্ষণ হারিয়ে অন্য মহিলার প্রতি আকৃষ্ট হন। এবং পরকীয়ায় জড়ান। কিন্তু বিজ্ঞান অন্য কথা বলছে। নারীদেরই মূল সমস্যা হয় এক সঙ্গীর সঙ্গে আজীবন কাটাতে। কারণ তাঁরাই যৌন সম্পর্কে পুরুষদের তুলনায় বেশি রোমাঞ্চ অনুভব করে থাকেন।
লেখক এবং বিজ্ঞানী ওয়েডসডে মার্টিনের মতে মহিলারা বৈচিত্র্য খোঁজেন যৌন সম্পর্কে। সেটা না পেলেই তখন তাঁরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হন। এর কারণেই পুরুষদের তুলনায় মহিলারা বেশি পরকীয়ায় জড়ান।
গ্লিডেন নামক এক অ্যাপের সমীক্ষা না অনুযায়ী এক বিবাহ যে পুরুষদের তাঁদের তুলনায় নারীদের যৌন ইচ্ছা ধীরে ধীরে কমে যায়। ৩০-৬০ বছর বয়সী শহুরে, শিক্ষিতা, কর্মরতা মহিলাদের উপর এই সমীক্ষা করা হয়েছিল। দেখা হয় যে ৪৮ শতাংশ মহিলা পরকীয়ায় জড়িয়েছেন। অনেক ক্ষেত্রে তাঁরা সন্তানের মা-ও বটে।