হাতে যদিও এখনও দেড় মাসের উপর সময়, কিন্তু তার মধ্যেই দুর্গাপুজোর তোড়জোর শুরু হয়ে গিয়েছে একটু একটু করে। এরই মধ্যে রবিবার সকালে কলকাতার একটি পুজো চমকে দিল সকলকে। এই পুজোর থিম চন্দ্রযান ৩। এবার এখানে দেবীর আঘমন চন্দ্রযানে চেপেই। কোন পুজো? কেন এমন থিম? জেনে নিন।
কলকাতার অত্যন্ত বড় পুজোটি হল আমহার্স্ট স্ট্রিটের পল্লীর যুবক বৃন্দের পুজো। এই পুজোতেই এবারের থিম ‘চন্দ্রযান ৩’। কেন এমন থিম? কী বলছেন উদ্যোক্তারা? তাঁরা জানিয়েছেন, বিজ্ঞানী নিয়ে কোনও ঠাট্টা নয়, বা চটকদারির উদ্দেশ্যে এটি করা নয়। বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা এই কাজটি করেছেন। তাঁদের কথায়, ‘এটা কোনও গিমিক নয়। এর মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা চন্দ্রযান অভিযানের সাফল্যের প্রতি।’
রবিবার সকালেই এই পুজোর উদ্বোধন হল। সেখানেও ছিল চমক। প্রথমত এখানে ড্রোনের মাধ্যমে প্রতীকী চন্দ্রযান উড়িয়ে তাতে দেবীর আগমনকে প্রকাশ করা হয়। এছাড়াও শ্রীহরিকোটার সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানী ইনশা সিরাজের বাবাকে দিয়ে এই পুজোর উদ্বোধন করলেন তাঁরা। তার সঙ্গে দিলেন বার্তাও। উদ্যোক্তাদের কথায়, ‘শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বাংলার বিজ্ঞানীদের প্রতি যাঁরা ইসরোর চন্দ্রযান অভিযানের টিমে ছিলেন। সেরকমই এক বিজ্ঞানী ইনশা সিরাজের (গ্রেড ওয়ান সিনিয়র সাইন্টিস্ট অব শ্রীহারিকোটা, রকেট অ্যাসেম্বল ডিপার্টমেন্ট) বাবা মহম্মদ কামালউদ্দিন চন্দ্রযান উড়িয়ে উদ্বোধন করছেন এই পুজোর। এর মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যেমন চন্দ্রযান সবার আনন্দ, ঠিক তেমনই দুর্গাপুজোও জাতি ধর্মনির্বশেষে সবারই আনন্দের।’
রবিবার সকালে এই পুজোর উদ্বোধন দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ। তার সঙ্গে এখানে উপস্থিত ছিলেন বহু সংবাদমাধ্যমের প্রতিনিধিই। একদিকে থিমে চন্দ্রযান ৩-কে রাখা, অন্যদিকে জাতি ধর্মনির্বশেষে সবারই আনন্দের বার্তা দেওয়া নিয়ে অনেকেরই প্রশংসা পেয়েছে পল্লীর যুবক বৃন্দের পুজোর উদ্যোগ।