Is henna good or bad: চুলে রঙের জন্য হেনা ব্যবহার করছেন? তার আগে সব দিক ভালো করে জেনে নিন
2 মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2021, 05:35 PM IST- রাসায়নিক রং ব্যবহার করতে চান না। তাই কি চুলে হেনা ব্যবহার করছেন? জেনে নিন কী হচ্ছে এর ফলে।
চুল পেকে গেলে তো বটেই, অনেককেই শখ করেও চুলে রং করেন। কিন্তু চুলে কোন রং করবেন, তা নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। রাসায়নিক রং নিয়ে অনেকেরই নানা রকম সন্দেহ রয়েছে। কেউ মনে করেন, এই রং ত্বকের ক্ষতি করে। কেই মনে করেন, এই রং চোখে গেলে মারাত্মক সমস্যা হয়। কেউ আবার মনে করেন, এই রং চুল উঠিয়ে দেয়। এই ধরনের দাবির কতগুলি সত্যি, সে আলোচনায় না গিয়েই বলা যায়, বহু রঙে এমন কিছু রাসায়নিক থাকে, যা কারও কারও ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। আর সেই কারণেই ভেষজ রং বেছে নেন অনেকে।
ভেষজ রঙের তালিকায় একেবারেই প্রথমেই আছে হেনা। অনেকে যাঁকে মেহেন্দিও বলেন। এই রং চুলের জন্য কতটা ভালো? এই ভেষজ রঙের কি কোনও ক্ষতিকারক দিকই নেই? কী বলছেন চিকিৎসকরা?
এই প্রশ্নের উত্তর জানার আগে দেখে নেওয়া যাক, হেনার রং কীভাবে তৈরি হয়। এটি মূলত হেনা গাছের পাতা থেকে পাওয়া যায়। পাতা শুকিয়েই রং বানানো হয়। তবে তার সঙ্গে চা বা কফির উপাদান মিশিয়ে নেওয়া হয়। এতে চুলের রং তুলনামূলক ভাবে পাকা হয়।
এবার দেখে নেওয়া যাক হেনার গুণ কী কী:
এবার আসা যাক হেনা ব্যবহারের অসুবিধায়:
এবার আসা যাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। হেনা ব্যবহার করলে কি চুল উঠে যায়?
বহু ক্ষেত্রেই হেনার সঙ্গে রাসায়নিক রং মিশিয়ে দেওয়া হয়। তেমন হলে চুলের ক্ষতি হতে পারে। কিন্তু খাঁটি হেনায় চুলের বিশেষ ক্ষতি হয় না। তবে যাঁদের চুল শুষ্ক প্রকৃতির, হেনা ব্যবহারের ফলে তাঁদের চুল উঠে যেতে পারে। যদিও চিকিৎসকরা বলছেন, হেনা ব্যবহারের ফলে চুল কমে গেলেও, আসলে গোড়াগুলি ক্ষতিগ্রস্ত হয় না। তাই কিছু দিন বাদেই চুল আবার ফিরে আসে। তবে অনেক ব্যবহারকারীর মত, দীর্ঘ দিন হেনা ব্যবহার করলে চুলের স্বাভাবিক রং এবং গড়ন বদলে যেতে পারে।