বিজ্ঞানীদের অনুমানকেও ছাপিয়ে যাচ্ছে সারা বিশ্বের ক্রমবর্ধমান তাপমাত্রা। বিশ্ব জুড়ে উষ্ণায়নের কারণে বেড়ে চলেছে পৃথিবীর তাপমাত্রা। আর এরই ফল ভোগ করতে হচ্ছে পরিবেশ ও একাধিক প্রজাতির প্রাণীকে। কিছুদিনের মধ্যে মানুষের বেঁচে থাকাও বিপন্ন হয়ে যেতে পারে, এমন আশঙ্কার কথা আগেই বলেছিলেন বিজ্ঞানীরা। এবার এক নতুন বিপদের কথা শোনা গেল তাঁদের মুখে। পরিবেশবিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর হিমবাহগুলি গলে যেতে পারে নির্ধারিত সময়ের অনেক আগেই। এর আগে মনে করা হয়েছিল একুশ শতক শেষ হওয়া পর্যন্ত সময় নেবে হিমবাহের গলন প্রক্রিয়া। তবে সাম্প্রতিক পৃথিবীর চেহারা দেখে বিজ্ঞানীদের ধারণা, শতাব্দী শেষ হওয়ার আগেই গলে যেতে পারে সব হিমবাহ।
বিশ্বজুড়ে দূষণ বাড়তে থাকায় বাড়ছে তাপমাত্রা। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে রয়েছে অসংখ্য ছোট ও বড় হিমবাহ। বর্ধিত উষ্ণতার জেরে ইতিমধ্যেই গলতে শুরু করেছে সেই হিমবাহগুলি। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, দূষণের হার যা রয়েছে, তাতে সবকটি হিমবাহ গলতে সময় লাগবে এই সম্পূর্ণ শতাব্দী। তবে সাম্প্রতিককালে দূষণের হার বেড়েছে অনেকটাই। বিশ্বের বিভিন্ন দেশ এর জন্য দায়ী। দেখা গিয়েছে, ভারতসহ অন্যান্য অনেক দেশই কার্বন নিঃসরণের তালিকায় শীর্ষে রয়েছে। এর ফলেই বাড়ছে বিপদ। উত্তরোত্তর কার্বন ডাই অক্সাইড গ্যাসের মতো ক্ষতিকারক গ্যাস বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর তাপমাত্রা। বিপদ ঘনিয়ে আসছে হিমবাহের। বিজ্ঞানীদের কথায়, বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে দূষণের হার। এই কারণে পাল্লা দিয়ে বাড়ছে উষ্ণতা। এই উষ্ণতাই গলিয়ে দিচ্ছে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য হিমবাহকে। এই গলন প্রক্রিয়া দিনদিন আরও দ্রুত হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এতে সময়ের অনেক আগেই জীবজগতের ক্ষতির আশঙ্কা ঘনিয়ে আসছে।
হিমবাহ গললে বিপদ কীসের?
পৃথিবীর জলভাগের একটা বড় অংশই সঞ্চিত রয়েছে হিমবাহের আকারে। তাই এগুলি গলে গেলে পৃথিবীর জলতলের উচ্চতা বেড়ে যাবে অনেকটাই। বিশেষজ্ঞদের কথায়, জলতলের উচ্চতা বেড়ে গেলে প্রথমেই বিপদে পড়বে সমুদ্রের কাছে থাকা শহরগুলি। সম্পূর্ণ জলের তলায় ডুবে যাবে শহরগুলি। অপূরণীয় ক্ষতি হবে স্থলভাগের। এছাড়াও, জলের জীববৈচিত্র্যও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। হারিয়ে যেতে পারে একাধিক জলজ প্রজাতি। ক্রবর্ধমান উষ্ণতায় লাগাম না টানলে এই বিপদ এড়ানো যাবে না বলেই বিশ্বাস বিজ্ঞানীদের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup