আপনরা বাড়ি যদি আরশোলা, টিকটিকি কিম্বা মশার আড্ডা হয়ে যায়, তাহলে স্বভাবতই সেখানে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়না। নিজেরা তো বটেই, অতিথি এসেও যদি মশা মারেন, তাহলে খানিকটা অস্বস্তিবোধ বাড়ির সদস্যদের হয়েই থাকে! এদিকে মশা বা আরশোলা মারতে কোনও কীটনাশক ব্যবহার করলে তার পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক সময় হয়। সেক্ষেত্রে অ্যালার্জি, চোখ জ্বালার সমস্যা লেগেই থাকে। তাই কীটপতঙ্গকে ভ্যানিশ করতে কিছু ঘরোয়া টোটকা। কোভিডে বারবার আক্রান্ত হওয়ার কেস বাড়ছে, দ্বিতীয়বার সংক্রমণ গুরুতর হতে পারে!
তেজপাতা
খানিকটা তেজপাতা বেটে তা রান্নাঘর বা বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে আরশোলার উপদ্রব চরমে রয়েছে। এতে আরশোলার আনাগোনা থেকে পাবেন মুক্তি।
তুলসী
বাড়ির দরজার মুখেই রাখুন তুলসী গাছ। বলা হচ্ছে তুলসী পাতা মশা তাড়াতে সাহায্য করে। বাড়িতে মশার সংখ্যা প্রবল বেশি হলে, রাম তুলসী রাখতে পারেন। জানলার কাছেও রাখতে পারেন তুলসী গাছ। কেটে যেতে পারে মশার সমস্যা।
পুদিনা
মশা তাড়াতে ও টিককিটি তাড়াতে পুদিনা খুবই কাজের। বলা হচ্ছে, যদি দেখেন রান্নাঘরে টিকটিকির প্রবল উপদ্রব শুরু হয়েছে তাহলে অবশ্যই পুদিনা গাছ রান্নাঘরে রাখুন। এতে মশাও কমবে ও টিকটিকিও কমতে শুরু করবে। যৌনাঙ্গে পিরিয়ডের কয়েকদিন এই ধরনের দুর্গন্ধগুলি কীসের ইঙ্গিত দেয়?
এসেনশিয়াল অয়েল
যদি বাড়িতে এসেনশিয়াল অয়েল থাকে তাহলে তা কয়েক ফোঁটা ফেলে দিন ঘর মোছার জলে। সেখান থেকে ৬ ফোঁটা লেবুর রসও দিতে পারেন। এছাড়াও লেমন গ্রাস, সিন্ট্রোনেলা অয়েল দিতে পারেন। এই গন্ধ মশা ও কীটপতঙ্গ দূর করতে সাহায্য করে।