Indian National Flag: জাতীয় পতাকা তোলার সময়ে কোন কোন নিয়ম মাথায় রাখতে হবে? জেনে নিন এখান থেকে।
1/6স্বাধীনতা দিবসে অনেকেই বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবেন। তার সঙ্গে ছবিও তুলবেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও দেবেন। কিন্তু জানেন কি এই জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম আছে। জেনে নিন, সেটি কী?
2/6স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। একই রকম ভাবে প্রজাতন্ত্র দিবসেও পতাকা উত্তোলন করা হয়। দুটো দিনের গুরুত্ব দু’রকম। পতাকা তোলার ক্ষেত্রেও পদ্ধতির কিছু তফাৎ আছে। জানেন কী সেই পার্থক্য?
3/6২৬ জানুয়ারি কীভাবে পতাকা তোলা হয়? প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উপরেই বাঁধা থাকে, কিন্তু ভাঁজ করা অবস্থায়। শুধু সেখান থেকে খোলা হয় পতাকাটি। ওঠানো হয় না। মুক্ত করে দেওয়া কেবল। এই অনুষ্ঠানটিকে বলা হয় Unfurl, অর্থাৎ উন্মোচন।
4/6১৫ অগস্ট কীভাবে পতাকা তোলা হয়? স্বাধীনতা দিবসের দিন নীচে থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয়। তার পরে সেখানে খোলা হয় পতাকা। এটাকে ইংরেজিতে বলা হয় Hoist, অর্থাৎ উত্তোলন।
5/6কেন দু’দিন দু’রকমের পতাকা উত্তোলন করা হয়? ১৫ অগস্ট ভারত ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিল। তাই এ দিন, অর্থাৎ ১৫ অগস্ট ১৯৪৭ সালে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকেই এই নিয়ম চলে আসছে।
6/6আর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল। আর যেহেতু ভারত ততদিনে স্বাধীন হয়ে গিয়েছিল তাই তখন ভারতের জাতীয় পতাকা উপরেই উড়ছে, নতুন করে তাকে আর তোলা হয় না। কেবল ভাঁজ করা থাকে, সেটার ফাঁস টেনে খুলে দেওয়া হয় ২৬ জানুয়ারি।