২০২১ সালের মার্চ মাসে শুরু হয়েছিল আজাদি কা অমৃত মহোৎসব। ৭৫ সপ্তাহ ধরে দেশের ৭৫ বছরের স্বাধীনতা দিবস পালন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বছর আবার হর ঘর তিরঙ্গা অভিযান শুরু করেন প্রধানমন্ত্রী। আর কয়েক ঘণ্টা বাদেই দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। সমস্ত স্কুল কলেজেও হবে নানান অনুষ্ঠান। তার আগে দেখে নিন এই দিনটি পালনের সেরা কিছু আইডিয়া।
১. পতাকা উত্তোলন: প্রতিটি প্রতিষ্ঠানেরই সমস্ত অনুষ্ঠান শুরুর আগে পতাকা উত্তোলন করুন। এটাই আনুষ্ঠানিক সূচনা করবে বাকি অনুষ্ঠানের।
২. প্যারেড: প্যারেডের আয়োজন করতে পারেন এই দিনটি উদযাপন করার জন্য। স্কুল বা কলেজের ক্যাম্পাসের মধ্যেই এটার আয়োজন করতে পারেন। এটার মাধ্যমে বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হবে।
৩. দেশাত্মবোধক সিনেমা: স্কুলের হলে ছাত্র ছাত্রীদের দেশাত্মবোধক সিনেমা দেখানো যেতে পারে যার মাধ্যমে তারা দেশের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে একটা ধারণা পাবে, বুঝবে, জানবে অনেক কিছুই।
৪. কুইজ প্রতিযোগিতা: কুইজ প্রতিযোগিতার মতো ভালো আইডিয়া হতেই পারে না। এর মাধ্যমে জানা যাবে কে তার দেশকে কতটা জানে। দেশের সম্পর্কে জ্ঞান বাড়ানোর আদর্শ উপায় তাও খেলার ছলে।
৫. খেলা: নানান ধরনের খেলার আয়োজন করতে পারেন যেমন মিউজিক্যাল চেয়ার, কুইজ, ক্রসওয়ার্ড পাজেল। সবটাই হবে স্বাধীনতা দিবস কেন্দ্রিক।
৬. বক্তৃতা: বাচ্চাদের একটা করে টপিক দিন এবং তাদের বলুন সেই বিষয়ে কয়েক মিনিট কিছু বলতে। দেখুন তারা দেশের ব্যাপারে কতটা জানে।
৭. ড্রামা: নাটকের আয়োজন করুন যেখানে স্বাধীনতা সংগ্রামের কথা উঠে আসবে, জানা যাবে অনেক অজানা বা জানা কথা।
৮. রিলে রেস: এই বিশেষ দিনে ফ্ল্যাগ রিলে রেসের আয়োজন করতে পারেন।