মায়ের সঙ্গে যেমন ঝগড়া হয়, তেমনই আবার বন্ধুত্ব। মা যেমন শাসন করেন, তেমনই বুক দিয়ে আগলে ভালোবাসেন। মায়ের এই ভালোবাসাকে একটু আলাদাভাবে স্মরণ করার দিন হল মাদার্স ডে বা আন্তর্জাতিক মাতৃদিবস।
1/9মায়ের সঙ্গে যেমন ঝগড়া হয়, তেমনই আবার বন্ধুত্ব। মা যেমন শাসন করেন, তেমনই বুক দিয়ে আগলে ভালোবাসেন। মায়ের এই ভালোবাসাকে একটি দিন একটু আলাদাভাবে স্মরণ করার দিন হল মাদার্স ডে বা আন্তর্জাতিক মাতৃদিবস। (Freepik)
2/9এই দিন নিজের মনের কথা গুছিয়ে লিখে মাকে দিনটির শুভেচ্ছা জানাতে পারেন। অনেকেই আবার কাজের সূত্রে বাইরে থাকেন। এই দিনটি মায়ের কাছে থাকতে পারছেন না তারা। তাদের জন্য রইল কয়েকটি ভালোবাসার শুভেচ্ছাবার্তা। (Freepik)
3/9দিনের শেষে আমি তোমার কাছে ফিরতে চাই মা। আমি তোমায় খুব ভালোবাসি। (Freepik)
4/9আমি সব চাহিদা তুমিই মিটিয়েছ। তোমার থেকে প্রিয় আমার কেউ নেই। তোমায় খুব ভালোবাসি। (Freepik)
5/9আমার হৃদস্পন্দন আমার মা। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না। তোমাকে খুব ভালোবাসি। (Freepik)
6/9আমার কাছে ভগবান হল আমার মা। আমি যা চাই সব মায়ের আশীর্বাদেই পাই। (Freepik)
7/9তোমার দিকে তাকালেই আমার মনে হয় একমাত্র সত্যিকারের ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে রয়েছি। (Freepik)
8/9মা, তুমিই আমার জীবনের একমাত্র বন্ধু। আমাকে জীবনের আলো তুমিই দেখিয়েছ। (Freepik)
9/9তুমি আমার কতটা প্রিয় তা কেউ জানে না। খুব ভালোবাসি তোমাকে। (Freepik)