বাংলা নিউজ > টুকিটাকি > International Mothers Day: মায়ের জন্য বিশেষ দিনে তাঁকে জানান উষ্ণ শুভেচ্ছা, উজাড় করে দিন সব ভালোবাসা

International Mothers Day: মায়ের জন্য বিশেষ দিনে তাঁকে জানান উষ্ণ শুভেচ্ছা, উজাড় করে দিন সব ভালোবাসা

মায়ের সঙ্গে যেমন ঝগড়া হয়, তেমনই আবার বন্ধুত্ব। মা যেমন শাসন করেন, তেমনই বুক দিয়ে আগলে ভালোবাসেন। মায়ের এই ভালোবাসাকে একটু আলাদাভাবে স্মরণ করার দিন হল মাদার্স ডে বা আন্তর্জাতিক মাতৃদিবস।