International Women's Day 2022: আন্তর্জাতিক নারী দিবসে এই ৬টি কাজ অবশ্যই করুন, দিনটি ভালো কাটবে Updated: 08 Mar 2022, 12:28 PM IST Suman Roy International Women's Day উদ্যাপন করবেন কীভাবে? কয়েকটি রাস্তার সন্ধান রইল। 1/7প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এই দিনটি বছরের আর পাঁচটি বিশেষ দিনের থেকে আলাদা। এদিন এমন কিছু কাজ করতে পারেন, যাতে দিনটির একটি অর্থ তৈরি হয় আপনার কাছে। এমন কী কী করতে পারেন এদিন? রইল সন্ধান। 2/7আপনি কি আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস জানেন? কিংবা জানেন কি নারীর সমানাধিকারের জন্য কত জন মহিলা প্রাণ দিয়েছেন? কারা কারা লড়াই করেছেন এই অধিকার পাওয়ার জন্য? সে সম্পর্কে নিজেকে কিছুটা শিক্ষিত করুন আজ। তাহলে দিনান্তে মনে হবে, দিনটি ভালো কাজে লেগেছে। 3/7আপনার পরিচিত কোনও স্বেচ্ছাসেবী সংস্থা কি মহিলাদের জন্য কাজ করছে? মহিলাদের সমানাধিকাররের জন্য লড়াই করছে? তাহলে আজ নিজের সাধ্য মতো তাদের তহবিলে কিছু দান করুন। আপনার এই দান বৃথা যাবে না। 4/7আজ পুরুষ বন্ধুরা একটু দূরেই থাকুন না। আজ শুধু বান্ধবীদের সঙ্গেই সময় কাটান। তাঁদের সমস্যার কথা, ভালো লাগার কথা, আনন্দের কথা, দুঃখের কথা জানার চেষ্টা করুন। করোনা নিয়ে ভয় থাকলে অনলাইনেই চলুক আড্ডা। 5/7আজ কিছু কিনতে চান? তাহলে এমন কোনও দোকান থেকে কিনুন, যেটি শুধু মহিলারাই চালান। কিংবা অনলাইনেও কিছু কিনতে গেলে মহিলা মালিকানাধীন কোম্পানির জিনিসই কিনুন। 6/7গল্পের বই পড়তে ইচ্ছা করছে? তাহলে আজ এমন কোনও লেখিকার বই পড়ুন, বহু দিন ধরেই যাঁর বই পড়বেন বলে ভেবে রেখেছেন। বা তেমন কোনও লেখিকার বই কিনুন আজ। কে বলতে পারে, নারী অধিকার সম্পর্কে আরও কিছু তথ্য তা থেকে পেয়েও যেতে পারেন। 7/7সিনেমা দেখতে ইচ্ছা করছে? তাহলে এমন কোনও সিনেমা আজ দেখুন, যার কেন্দ্রে কোনও নারী চরিত্র। কোনও মহিলা পরিচালকের বানানো ছবিই দেখুন আজ। দিনটি অন্য রকম একটি মাত্রা পেতে পারে এতে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি