বাংলা নিউজ > টুকিটাকি > Janmashtami 2023 wishes: জন্মাষ্টমীতে প্রিয়জনকে জানান শ্রীকৃষ্ণের প্রেমাশিস, পাঠান এই শুভেচ্ছাবার্তা

Janmashtami 2023 wishes: জন্মাষ্টমীতে প্রিয়জনকে জানান শ্রীকৃষ্ণের প্রেমাশিস, পাঠান এই শুভেচ্ছাবার্তা

Janmashtami 2023 wishes: রোহিণী নক্ষত্রের উপস্থিতিতে জন্ম নিচ্ছেন বিষ্ণুর দশম অবতার। শ্রীকৃষ্ণ। মথুরায় জন্মের পর তাঁকে রেখে আসা হয় গোকূলে নন্দরাজের বাড়িতে। সেই থেকেই দিনটি পালন করা হয় জন্মাষ্টমী হিসেবে।