এই অপটিক্যাল ইলিউশনে ১০ সেকেন্ডের মধ্যে জবাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, খুব সহজে খুঁজে বের করে ফেলতে হবে ছবিতে লুকিয়ে থাকা বেড়ালটিকে। তবে একটি ‘বেড়াল খোঁজা এমন কি ব্যাপার’ বলে যাঁরা খুব সহজে নিচ্ছেন এই চ্যালেঞ্জ, তাঁরাও কি পারছেন ১০ সেকেন্ডে বেড়ালটিকে খুঁজে বের করতে?
1/4অপটিক্যাল ইলিউশনের মজার সমস্ত ধাঁধার সমাধান করতে অনেকেই বেশ পছন্দ করেন। বিশেষত ব্রেন টিজারে একের পর এক ধাঁধার সঙ্গে এক কাপ কফি নিয়ে বসে অনেকেই শীতের সন্ধ্যেয়ে আয়েসে তার সমাধান করতে পছন্দ করেন। এমনই একটি ধাঁধা সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি এলাকার অ্যানিমেশনের ছবি। আর বহু বাড়ির ভিড়ে খুঁজে বের করতে হবে একটি বেড়ালকে।
2/4এই অপটিক্যাল ইলিউশনে ১০ সেকেন্ডের মধ্যে জবাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, খুব সহজে খুঁজে বের করে ফেলতে হবে ছবিতে লুকিয়ে থাকা বেড়ালটিকে। তবে একটি ‘বেড়ার খোঁজা এমন কি ব্যাপার’ বলে যাঁরা খুব সহজে নিচ্ছেন এই চ্যালেঞ্জ, তাঁরাও কি পারছেন ১০ সেকেন্ডে বেড়ালটিকে খুঁজে বের করতে?
3/4সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ছবিটি উঠে এসেছে। দেখা যাচ্ছে, বহু বাড়ির ভিড়। তারই মাঝখানে খুঁজে বের করতে হবে একটি বেড়ালকে। কোথায় রয়েছে সেই বেড়াল? তার জন্য দৃষ্টিকোণ 'সাধারণ' হলে চলবে না। বরং হতে হবে 'অসাধারণ'।
4/4উল্লেখ্য, এই ছবিতে একেবারে কোণের দিকে যে অংশটি রয়েছে, সেখানে একটি বেড়ালকে দেখা যাচ্ছে। বহু নেটিজেন মশকরা করে বলছেন, ইঁদুরের মতো দেখতে একটি বেড়াল সেখানে বসে রয়েছে। এই ছবিতে সেই নির্দিষ্ট জায়গাটি খুঁজে বের করে দেওয়া রয়েছে। ছবির একেবারে ডানদিকের কোণে উঁকি দিতে দেখা যাচ্ছে বেড়ালটিকে।