Relationship Tips: মধ্যবিত্ত পরিবারে বাবা-মায়ের এক মাত্র ছেলে হিসাবে যাঁরা বড় হন, তাঁদের অনেকের চরিত্রের মধ্যে বিশেষ ধরন থাকে। এমন কাউকে বিয়ের আগে সেটি ভালো করে জেনে নিন।
1/8আপনি যাঁকে বিয়ে করতে চলেছেন, তিনি কি বাবা-মায়ের একমাত্র ছেলে? তাহলে বিয়ের পরে আপনাকে অনেক কিছুর মুখোমুখি হতে হবে। এমনই কিছু সম্ভাবনার কথা বলছেন সম্পর্কবিদরা। তাই সে সবের কথা আগে থেকে জেনে নিয়ে তবেই বিয়ের দিকে এগোন।
2/8সব বাড়িতে না হলেও এমন বহু পরিবার রয়েছে, যেখানে বাবা-মায়ের যদি একটি মাত্র ছেলে থাকে, তাকে অতিরিক্ত ভালোবাসা আর আদর দিয়ে বড় করা হয়। আর এই সব ক্ষেত্রে বড় হওয়ার পরেও সেই মানুষটির মধ্যে থেকে যায় বহু ধরনের ছেলেমানুষি। শুধু তাই নয়, অন্য দের এঁদের মানসিক গড়নও কিছুটা আলাদা হয়। তাই এমন কাউকে বিয়ে করার আগেই জেনে নেওয়া ভালো, কোন কোন ঘটনার মুখে পড়তে চলেছেন আপনি।
3/8যাঁরা অতিরিক্ত আদর এবং ভালোবাসায় বড় হন, তাঁরা অনেক সময়েই মনে রাখতে পারেন না, বাস্তব পরিস্থিতির কথা। তাঁরা একটা বৃত্তের মধ্যে বাঁচেন। তার বাইরের দুনিয়া যে কতটা রূঢ় সে সম্পর্কে তাঁদের কোনও খেয়ালই থাকে না। ফলে আপনি যাঁকে বিয়ে করতে চলেছেন, তাঁর বাস্তব জ্ঞান কম হতে পারে, এটা ধরে নিন প্রথমেই।
4/8এই ধরনের মানুষ ছোট থেকে যা যা আবদার করেন, তাই পান। এবং সেটি না পেলে তাঁরা ঝগড়া করতে পিছপা হন না। গোঁসা করে চুপ করেও থাকেন বহু ক্ষণ। বিয়ের আগে এটিও মাথায় রাখুন। ওই ব্যক্তির সঙ্গে তাই কখনও ঝগড়ায় জড়াবেন না। তাতে উনি আনন্দই পাবেন। বরং ঠান্ডা মাথায় পুরোটা আপনাকে সামলাতে হবে, এটা মনে রাখুন।
5/8উনি ওঁর মাকে সব কথা জানাবেন— এটাও মনে রাখুন। ছোট থেকেই যেহেতু বাবা-মা’র আদরে বড় হয়েছেন, তাই তাঁদের কাছে কোনও কথাই গোপন করার মানসিকতা এই ধরনের পুরুষদের তৈরি হয় না। সকলের ক্ষেত্রে এক রকম না হলেও বেশির ভাগই তাঁদের মায়ের কাছে সব কথা খুলে বলেন। ফলে আপনাদের দু’জনের বহু ব্যক্তিগত কথাই ওঁদের কানে পৌঁছোবে, সেটি মনে রাখুন।
6/8আর একটি কথা মনে রাখবেন, আপনি নিজেও আসলে প্রাপ্ত বয়স্ক একটি মানুষের মা হতে চলেছেন। মনে রাখবেন, আপনি যাঁকে বিয়ে করতে চলেছেন, তিনি একই সঙ্গে আপনার বর হবেন, এবং সন্তানও হবেন। কারণ যেহেতু বাবা-মায়ের উপর নির্ভর করেই তিনি বড় হয়েছেন, তাই তাঁর ধরনটাই কিছুটা অন্যের উপর নির্ভর করার মতো হতে পারে। এবং এই অন্যজনটি আপনিও হয়ে উঠবেন দ্রুতই।
7/8এই ধরনের মানুষদের অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার সম্ভাবনাও থাকে। সেটিও মাথায় রাখবেন সম্পর্কের গোড়া থেকেই। এঁদের সেই আবেগের ধাক্কা সামলাতে গিয়ে অনেক সময়ে আপনাকেও আবেগের সঙ্গে লড়াই করতে হতে পারে।
8/8উপরে লেখা সব ক’টি বিষয়ই আন্দাজ মাত্র। যে সব পুরুষরা বাবা-মায়ের এক সন্তান, তাঁরা সকলেই যে এমন হন— তা মোটেই নন। কিন্তু এমন মানসিকতা পেতে পারেন অনেকেই। গোড়া থেকে তার প্রস্তুতি রাখলে বিয়ের পরে সমস্যায় পড়ার আশঙ্কা কমবে।