আকাশে অচেনা আলো দেখলেই, বার বার এই জল্পনাটি জোরদার হয়ে ওঠে। শুধু তাই নয়, মহাকাশ থেকে এসে পড়া অচেনা কোনও ধাতু আবিষ্কার হলেও সেই একই জল্পনা— তবে কি ওরা সত্যিই এসেছিল? তবে কি ওরা সত্যিই আছে? কল্পবিজ্ঞান থেকে কনসপিরেসি থিয়োরির চর্চাকারীদের মধ্যে অনেকেই বার বার বলেছেন, ভিনগ্রহীরা আছে এবং তারা নানা সময়ে পৃথিবীতে এসেছে।
এবার এই প্রশ্নের জবাব দিল আমেরিকার পেন্টাগন। সেখানকার বিজ্ঞানীরা জানালেন বড় খবর। ভিনগ্রহীদের পৃথিবীতে আসা নিয়ে তাঁদের হাতে যা যা প্রমাণ রয়েছে, সব কিছুর উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা জানালেন তাঁদের মতামত।
এ জন্য কী করেছেন তাঁরা?
জানা গিয়েছে, ভিনগ্রহীদের নিয়ে পেন্টাগনের যে শাখাটি কাজ করে, তারা হালে পৃথিবীর নানা জায়গায় পাওয়া তথ্যের ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছেছে। শুধু মাটিতে বা আকাশে নয়, জলের নীচ থেকে নানা উপাদান সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এবং তার ভিত্তিতেই বিজ্ঞানীরা জানিয়েছেন— ওরা এখনও পৃথিবীতে আসেননি।
হ্যাঁ, ভিনগ্রহীরা নাকি এখনও পর্যন্ত কখনও পৃথিবীতে এসেই পৌঁছোয়নি। পেন্টাগনে বিশেষজ্ঞ রোনাল্ড মলট্রি জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত এমন একটি প্রমাণও পাওয়া যায়নি যে ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীতে এসে পৌঁছেছে বা তাদের কোনও জিনিস পৃথিবীতে পৌঁছেছে। ফলে ধরে নেওয়াই যায়, এমন কোনও ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি।’
তাহলে কি ভিনগ্রহীরা নেইও? মানে, এত কল্পবিজ্ঞানের গল্পে যাদের কথা বলা হয়েছে, তাদের কি কোনও অস্তিত্বই নেই। এ বিষয় নিয়ে অবশ্যই এখনই পুরোপুরি ‘না’ বলছেন না বিজ্ঞানীরা। পেন্টাগনের আর এক বিজ্ঞানী শন কার্কপ্যাট্রিক বলেছেন, ‘ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। কিন্তু তারা আমাদের গ্রহে আসেনি, সেটি মোটের উপর পরিষ্কার।’
ফলে এখনই সব কল্পবিজ্ঞান মিথ্যা হয়ে যাচ্ছে না। তার জন্য অপেক্ষা করে যেতেই হবে।