বাংলা নিউজ > টুকিটাকি > Subho Bijoya Dashami Wishes: ‘আসছে বছর আবার হবে’, বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান শুভেচ্ছা, রইল একাধিক মেসেজ
পরবর্তী খবর
মনটা এখনও নবমীতে পড়ে আছে। নবমী নিশিটা চিরকালের মতো ধরে রাখতে চাইছে। কিন্তু পঞ্জিকা বলছে, দশমী পড়ে গিয়েছে। অর্থাৎ চারদিন মর্ত্যে কাটিয়ে সপরিবারে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা।
সেই মন খারাপের মধ্যেই নিজের প্রিয়জনদের জানিয়ে ফেলুন বিজয়া দশমীর শুভেচ্ছা (Subho Bijoya 2022 Wishes)। আপনার জন্য রইল টিপস (দেবী দুর্গার নিরঞ্জনের আগে কিন্তু শুভেচ্ছা জানাবেন না) -
- শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা সকলের মঙ্গল করুন।
- ভালো থাকা ভালোবাসা, ভালো মনে কিছু আশা, বেদনাকে দূরে রাখা, সুখস্মৃতি ফিরে দেখা, বন্ধন থেকে বরণডালা, বিজয়া মানে এগিয়ে চলা, শুভ বিজয়া।
- ঢাকের উপর কাঠি, পুজো কাটল জমজমাটি। আজ মায়ের ফেরার পালা, জানাই তাই এই বেলা - শুভ বিজয়া।
- আবার এসো মা। সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।
- মায়ের বিদায়বেলায় মন খারাপ। তবে প্রতীক্ষার জন্যই দুর্গাপুজো এতটা স্পেশাল। তাই 'আসছে বছর আবার হবে' বলেই তোমায় জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
- এবার মাগো বিজায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রেখো সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে। শুভ বিজয়া।
- দশমীর এই দিনে হল সিঁদুর খেলা, এবার মায়ের ঘরে ফেরার পালা, চোখের জলে বিদায় বলা। মায়ের সময় হল যাওয়ার, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী।
- শুভ বিজয়া দশমী। ছোটোদের ভালোবাসা, বন্ধুদের প্রীতি ও বড়দের প্রণাম। সকলকে শুভ বিজয়া।
- Subho Bijoya to you and your family. May you find love and light and all things happiness.
- Sending you warm wishes this festive season, so that you prosper and evolve to your best version. Subho Bijoya.
- May you find success, prosperity and happiness in your life on the auspicious day of Subho Bijoya.
দুর্গাপুজোর দশমীর নির্ঘণ্ট
বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, মঙ্গলবার (বাংলা ক্যালেন্ডারের ১৭ আশ্বিন তথা ইংরেজি ক্যালেন্ডারের ৪ অক্টোবর) দুপুর ১ টা ৩৩ মিনিট ৪ সেকেন্ড থেকে পড়ে গিয়েছে দশমী তিথি। বুধবার (বাংলা ক্যালেন্ডারের ১৮ আশ্বিন তথা ইংরেজি ক্যালেন্ডারের ৫ অক্টোবর) সকাল ১১ টা ৯ মিনিট ৫২ সেকেন্ড পর্যন্ত দশমী তিথি থাকবে।