First Ever Meme: ১০০ বছরেরও বেশি আগে তৈরি হয় প্রথম Meme, কী ছিল সেই মিমে? দেখলে চমকে যাবেন Updated: 04 Apr 2023, 02:39 PM IST Suman Roy Share First Ever Meme: ১০০ বছরেরও বেশি আগে তৈরি হয়েছিল মিম? কী নিয়ে মজা করা হয়েছিল সেই মিমে? দেখে নিন ছবি। 1/6সোশ্যাল মিডিয়ার দৌলতে মিম এখন খুবই পরিচিত একটি শব্দ। ফেসবুক, টুইটার থেকে হোয়াটসঅ্যাপ— সর্বত্রই ডমছে মিমের পাহাড়। আর এই মিম এখন ভাবনার আদানপ্রদানের মাধ্যম হয়ে গিয়েছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি এই মিমের শুরু কীভাবে এবং কখন? 2/6হালের এক সমীক্ষা বলছেন, এই মিম নামক বস্তুটির সূচনা ১০০ বছরেরও বেশি আগে। সেই সময়ে এক পত্রিকায় প্রকাশিত হওয়া একটি কার্টুনকেই প্রথম মিম বলে ধরে নেওয়া যেতে পারে। কী ছিল সেই কার্টুনে? তার আগে জানা দরকার এই ‘Meme’ শব্দটির উৎপত্তিই বা কীভাবে? 3/6একেবারে গোড়ায় ঠাট্টা বা রসিকতা-ধর্মী এই ছবিগুলিকে মোটেই মিম বলা হত না। ১৯৭৬ সালে ‘দ্য সেলফিশ জিন’ নামক বইয়ে এই Meme শব্দটি প্রথম ব্যবহার করেন রিচার্ড ডকিন্স। তাঁর মতে একটি ছবির মাধ্যমে যখন কোনও একটি ধারণা এক জনের মন থেকে আর এক জনের মনে ছড়িয়ে যায়, তখন তাকে মিম বলা যেতে পারে। 4/6পরবর্তী কালে এই মিম ঢুকে পড়ে অক্সফোর্ডের ইংরেজি অভিধানেও। সেখানে বলা হয়েছে কোনও ছবি, ভিডিয়ো বা লেখা যদি ইন্টারনেটে বিপুল ভাবে ছড়িয়ে পড়ে, কিছু ক্ষেত্রে যদি সেগুলি আলাদা আলাদা মানে বহন বা বা অর্থ বোঝায়— তাহলে তাকে মিম বলা যেতে পারে। 5/6কিন্তু প্রথম মিম কোনটি? ১৯২১ সালে ছাপা হওয়া একটি কার্টুনকেই প্রথম মিম বলে স্বীকৃতি দিচ্ছেন সোশ্যাল মিডিয়া বিশারদরা। দেখে নেওয়া যাক সেই ছবিটি। 6/6১৯২১ সালে ‘Expectations vs. Reality’ নামে ছাপা হয় এই কার্টুনটি। এটিকেই প্রথম মিম বলে মনে করেন অনেক সমাজ বিজ্ঞানী। ভিসকনসিন অক্টোপাস পত্রিকায় ছাপা হয় এই কার্টুন। অনেকেরই মত, নিজেদের সময় থেকে অনেকটাই এগিয়ে ছিলেন এই পত্রিকার কার্টুন শিল্পীরা। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি