বাংলা নিউজ > টুকিটাকি > Viral video: খাবার আছে নাকি? গাড়িতে বাঘ উঁকি দিতেই সিঁটিয়ে গেলেন যাত্রীরা, viral video

Viral video: খাবার আছে নাকি? গাড়িতে বাঘ উঁকি দিতেই সিঁটিয়ে গেলেন যাত্রীরা, viral video

গাড়িতে বাঘ উঁকি দিতেই সিঁটিয়ে গেলেন যাত্রীরা (Twitter)

সাফারিতে চড়ে চিড়িয়াখানার জীবজন্তুদের দেখতে বেরোন যাত্রীরা। তখনই একটি বাঘ অতি কৌতুহলী হয়ে ওঠে। সোজা গিয়ে উঁকি মারে সাফারির গাড়িতে।

চিড়িয়াখানা গেলেই দেখা মিলবে প্রাণীদের নানারকম কসরতের। বাঁদর থেকে বাঘ, সিংহ থেকে হাতি তাদের নানা দেহ ভঙ্গি করে চলে। আর তাই দেখেই আমাদের মজা! কিন্তু কে না জানে, মজা মাঝে মাঝে সাজাও হয়ে দাঁড়ায়। যতই অবলা প্রাণী হোক, খেপে গেলে যে হুঁশ থাকে না তাদের। তখন যা ইচ্ছে তাই ঘটিয়ে ফেলতে পারে তারা। জীবজন্তুর খেপে যাওয়ার ঘটনা মাঝে মাঝেই খবরের শিরোনামে আসে। এবারেও তেমনটাই এল। সম্প্রতি একটি বাঘের কীর্তিই ধরা পড়ল একজনের ক্যামেরায়। তার ক্যামেরায় তোলা ওই ভিডিয়ো দেখলে রীতিমতো হাড়হিম হয়ে যেতে পারে। ভাইরাল ভিডিয়োটি দেখে থ মেরে গিয়েছেন নেটিজেনরাও।

আরও পড়ুন: ১০০ না ১০০০? ওজন কমাতে রোজ কত পা হাঁটবেন

আরও পড়ুন: গরমে নাজেহাল ছোট্ট খুদেও, ৩ উপায়ে সুস্থ রাখুন তাকে

একটি চিড়িয়াখানাতে জঙ্গল সাফারিতে গিয়েই বাঘের দেখা পান দর্শকরা। একটি নয়, তখন সেখানে একসঙ্গে বেশ কয়েকটি বাঘ খোলা এলাকায় ঘোরাফেরা করছিল। বাঘগুলিকে দেখে বেশ আনন্দও পেয়েছিলেন দর্শকরা। চোখের এতটা সামনে বাঘেরা রয়েছে দেখে রীতিমতো অবাক হয়ে যান। কিন্তু কিছুক্ষণেই সেই আনন্দ হাড়হিম করা ভয়ে পরিনত হয়। সামনে দিয়ে একটি বাস যেতে দেখে বেশ কৌতুহলী হয়ে ওঠে বাঘগুলি। তাদের মধ্যে থেকে একটি বাঘ বাসের পাশে এগিয়ে আসে। তারপর সামনের পা দুটো তুলে লোহার শিকের মধ্যে দিয়ে ভিতরে উঁকি মারে। খাঁচা বসানো বলে আর সামনের পা ঢুকিয়ে কাউকে থাবা মারতে পারেনি বাঘটি। তবে তার উঁকি মারা দেখেই রীতিমতো চমকে ওঠেন গাড়ির দর্শকরা। সেই সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন। তবে বাঘটি শেষ পর্যন্ত বেশি কৌতুহল দেখায়নি। সেখান থেকে দ্রুত নেমে যায়। এরপরে বাসটিও চলতে আরম্ভ করে।

ভিডিয়োটি সমাজ মাধ্যমে পোস্ট করার ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। পোস্ট করার পর থেকে ৮১ হাজার ভিউজ ও আড়াই হাজার লাইক পায় ওই ভিডিয়ো। নেটিজেনদের তরফে নানারকম কমেন্টও ধেয়ে আসে বাঘ ও সাফারির যাত্রীদের লক্ষ করে। একজন বলেন, ‘আজকের সেরা ভিডিয়ো এটি।’ আরেকজন সাহসী নেটিজেন লেখেন, ‘একটু উঁকি মারতেই এত ভয়! তাহলে হালুম করলে কী হবে!’ অন্য একজন লেখেন, ‘ভিডিয়োটি দেখছি বলেই কিছু মালুম হচ্ছে না। সামনে থাকলে যে কী হত!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন