বাংলা নিউজ > টুকিটাকি > International Women's Day Wishes: আজ আন্তর্জাতিক নারী দিবস, প্রিয় মানুষটিকে পাঠিয়ে দিন আজকের শুভেচ্ছাবার্তা

International Women's Day Wishes: আজ আন্তর্জাতিক নারী দিবস, প্রিয় মানুষটিকে পাঠিয়ে দিন আজকের শুভেচ্ছাবার্তা

পাঠিয়ে দিন আন্তর্জাতির নারী দিবসের শুভেচ্ছাবার্তা।  (AFP)

International Women's Day 2023: আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রিয় মানুশকে পাঠিয়ে দিন এই দিনের শুভেচ্ছাবার্তা।  

আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রতিবছর ৮ মার্চ এই দিনটি মহিলাদের অধিকারকে সকলের সামনে তুলে ধরার জন্য পালিত হয়। ১৯০০ সালে এর সূচনা। মহিলাদের দ্বারা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অর্জিত সাফল্যের উৎসব পালিত হয় এই দিনে। মহিলাদের অধিকারের লড়াইকে জোরদার করাও এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

শুভেচ্ছা বার্তা ও বিশিষ্ট জনদের উক্তির মাধ্যমে নিজের জীবনের শক্তিশালী নারীকে কী ভাবে সম্মান জানাতে পারেন, তা জানানো রইল এখানে--

নারী দিবসের শুভেচ্ছাবার্তা:

১. সব সময় আমাকে সমর্থন করে গেছ তুমি, আমার পাশে দাঁড়িয়েছ। তার জন্য ধন্যবাদ। শুভ নারী দিবস।

২. তুমি আমার অনুপ্রেরণা। আমার জন্য যা যা করেছ, তার জন্য কৃতজ্ঞ থাকব। শুভ নারী দিবস।

৩. আমি এর চেয়ে বেশি কিছু চাওয়ার যোগ্য নই। জীবনের প্রতিটি দিনের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। শুভ নারী দিবস প্রিয়তমা।

৪. তুমি ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি। তুমি ছাড়া আমার অস্তিত্ব অসম্বভ। আমাকে সবসময় অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। শুভ নারী দিবস।

৫. তোমার হাসিতেই পৃথিবী পাল্টে যাবে। বসন্তের রঙ ও ঐকতান তোমার জীবনকে উজ্জ্বল করে তুলুক।

৬. এই নারী দিবস থেকে আমরা সেই সমস্ত মহিলাদের যত্ন নিতে শুরু করি, যাঁরা আমাদের যত্ন নিয়ে এসেছে।

৭. সে ব্যতিক্রমী হওয়ার জন্যই জন্মে ছিল এবং নিজের জীবনের প্রত্যেকটি দিনে সে সেটিই করে গিয়েছে। শুভ নারী দিবস।

৮. মহিলা হিসেবে আমরা কী লক্ষ্য সাধন করতে পারি, তার কোনও সীমানা নেই। শুভ নারী দিবস।

৯. এই পুরুষতান্ত্রিক সমাজে যে সমস্ত মহিলারা আধিপত্য বিস্তার করেছে, তাঁদের কিছু একটি বিশেষত্ব আছে। এর জন্য দয়া, শক্তি, বুদ্ধি, সাহসের প্রয়োজন হয়। শুভ নারী দিবস।

১০. যে কোনও রূপেই মহিলারা প্রসিদ্ধ ও সম্মানিত হতে পারে। তা সে মা হিসেবেই হোক বা স্ত্রী হিসেবে অথবা বোন হিসেবে। শুভ নারী দিবস।

১১. এক জন মহিলা ভিড়ের দেখানো পথে হাঁটার পরিবর্তে নিজের পদচিহ্নই অনুসরণ করে। শুভ নারী দিবস।

১২. নানা দিক দিয়ে মহিলারা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। তাঁরা অসাধারণ ভাবে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনকে পরিচালনা করে। সমস্ত মহিলাদের জানাই শুভ নারী দিবস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন