বাংলা নিউজ > টুকিটাকি > রাখিতে রাজস্থানের যুবক চাঁদ তুলে দিল বোনের হাতে

রাখিতে রাজস্থানের যুবক চাঁদ তুলে দিল বোনের হাতে

চাঁদে জমির রেজিস্ট্রি কাগজ হাতে তরুণ আগরওয়াল ও তার বোন  (collected)

তরুণ সংবাদ সংস্থার প্রতিনিধিদের জানান, তিনি রাখি বন্ধনের ৪৫ দিন আগে থেকেই চাঁদে জমি কেনার প্রস্তুতি শুরু করেছিলেন। তরুণ জানান, চাঁদে জমি কেনার পুরো প্রক্রিয়ায় ৪৫ দিন সময় লেগেছে। শেষ পর্যন্ত চাঁদে জমির কাগজপত্র পেয়ে নিশ্চিন্ত তিনি।

অতীত হোক বা বর্তমান,যুগ বদলালেও রাখিবন্ধনের ঐতিহ্য আজও অমলিন। রাখি উপলক্ষে ভাইয়েরা বোনদের নানা ধরনের উপহার দেয়, এমন রেওয়াজ আছে ভারতের বহু অঞ্চলেই। এবং প্রত্যেক ভাইই চায় বোনদের রাখি বাঁধার জন্য তার সাধ্যের মধ্যে সেরা উপহারটা দিতে। তবে রাজস্থানের তরুণ আগরওয়াল বোনের হাতে চাঁদ তুলে দেবেন, তা কি তার নিকট আত্মীয়রাও জানত! না, গ্রাম্য কোনও গুজব নয়। এমনই ঘটেছে রাজস্থানের করৌলি গ্রামে। তরুণ তার বোনদের জন্য চাঁদে দুই একর জমি কিনে দেন রাখির উপহার হিসেবে। কিন্তু কী ভাবে হল এই অসাধ্য সাধন? তরুণ সংবাদ সংস্থার প্রতিনিধিদের জানান, তিনি রাখি বন্ধনের ৪৫ দিন আগে থেকেই চাঁদে জমি কেনার প্রস্তুতি শুরু করেছিলেন। তরুণ জানান, চাঁদে জমি কেনার পুরো প্রক্রিয়ায় ৪৫ দিন সময় লেগেছে। শেষ পর্যন্ত চাঁদে জমির কাগজপত্র পেয়ে নিশ্চিন্ত তিনি।

করৌলি জেলার হোলি খিডকিয়া এলাকার বাসিন্দা তরুণ আগরওয়াল AIIMS-এ নার্সিং অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তরুণ চেয়েছিলেন তার বোনদের রাখি বন্ধনে দিন অনন্য কোনও উপহার তুলে দিতে। যেই ভাবা সেই কাজ। এই জন্য তিনি তথ্য সংগ্রহ করে রাখি বন্ধনের বেশ কিছু দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেন। ৪৫ দিন পর চাঁদে জমির কাগজপত্র পান তিনি। তরুন রাখি বন্ধন উপলক্ষে তার বোনদের চাঁদে জমির কাগজপত্র উপহার দেন।

তবে এমন ঘটনা এই প্রথম নয়। তরুণ আগরওয়াল ছাড়াও আরও অনেক ভারতীয় নাগরিক চাঁদে জমি কিনেছেন অতীতে। চাঁদে জমি রেজিস্ট্রি করার সূত্রে এবার তরুণের বোন নাম লেখালেন বলিউড বাদশা শাহরুখ খান ও প্রয়াত সুশান্ত সিং রাজপুতের পাশে। কেবল সেলিব্রেটি নয়, বহু ভারতীয় নাগরিকই চাঁদে জমি রেজিস্ট্রি করেছেন।

এমন খবর সামনে আসার পর আপনার মনেও একটা প্রশ্ন জাগতেই পারে যে, চাঁদে জমি কেনার ব্যাপারটা ঠিক কী? কীভাবেই বা কেন যায় চাঁদের জমি? আসুন জানা যাক বিস্তারিত খুঁটিনাটি। Lunarregistry.com নামে একটি ওয়েবসাইট আছে, যেটির মাধ্যমে চাঁদে জমি রেজিস্ট্রি করা যায়। কিন্তু কোম্পানি স্পষ্টভাবে লিখেছে যে তারা চাঁদের মালিক নয়, সেখানকার জমিরও নয়। ওয়েবসাইট বলছে যে, তারা শুধুমাত্র চাঁদের জমি নিজের নামে রেজিস্ট্রি করতে পারবে। প্রসঙ্গত, আন্তর্জাতিক মহাকাশ আইন অনুসারে, চাঁদ বা কোনও গ্রহেই জমি কেনার কোনও নিয়ম নেই, নেই কোনও আইনি স্বীকৃতি।

বন্ধ করুন