বাংলা নিউজ > টুকিটাকি > Trans Couple In Kerala Announce Pregnancy: সন্তানকে গর্ভে ধারণ করেছেন ‘বাবা’! ভাইরাল কেরলের রূপান্তরকামী যুগলের ছবি

Trans Couple In Kerala Announce Pregnancy: সন্তানকে গর্ভে ধারণ করেছেন ‘বাবা’! ভাইরাল কেরলের রূপান্তরকামী যুগলের ছবি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি (Instagram)

Trans Couple In Kerala Announce Pregnancy: জিয়া আর জাহাদ। কেরলের দুই রূপান্তরকামী যুগল জানালেন, তাঁরা বাবা-মা হতে চলেছেন। সঙ্গে দিলেন ছবি।

এ যেন এক কল্পনার জগৎ। একজন পুরুষ হিসাবে জন্মেছিলেন। আর একজন নারী হিসাবে। কিন্তু জন্মসূত্রে পাওয়া শরীরের লিঙ্গপরিচয় যাই হোক না কেন, মানসিক ভাবে দু’জনেই ছিলেন তার চেয়ে আলাদা। প্রথম জন মনে-প্রাণে নারী, দ্বিতীয় জন পুরুষ। জিয়া এবং জাহাদ। জন্ম তাঁদের যা দেয়নি, তাঁরা নিজের ইচ্ছায় পরে সেই শরীর পেতে চেয়েছেন। এবং পেয়েছেনও। সান্নিধ্যে এসেছেন একে অপরের। বাস করতে শুরু করেছেন দু’জনে। এবার পরের ধাপে যাওয়ার পালা। বাবা-মা হওয়ার পালা। আর সেখানেই তাঁরা ঘটিয়ে ফেলেছেন বিরল এক ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় জাহাদ এবং জিয়া জানিয়েছেন, জন্মসূত্রে যে লিঙ্গপরিচয় তাঁরা পেয়েছিলেন, তাঁদের মন সেই পরিচয়ে খুশি ছিল না। তাঁরা লিঙ্গবদল করতে চাইতেন। কিন্তু তার পাশাপাশি দু’জনেরই ইচ্ছা ছিল বাবা-মা হওয়ার। জাহাদ নারী-শরীর নিয়ে জন্মেছিলেন, কিন্তু তিনি চাইতেন বাবা হতে। আর জিয়া পেয়েছিলেন পুরুষ শরীর। তিনি হতে চাইতেন নারী এবং একই সঙ্গে মা।

সম্প্রতি এই যুগল একেবারে প্রস্তুত তাঁদের প্রথম সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে। আরসেটি খুব দেরিও নেই। আগামী মার্চেই ঘটতে চলেছে এই ঘটনা। কিন্তু কেমন ছিল এই যাত্রা?

জন্মসূত্রে যেহেতু জাহাদ পেয়েছিলেন নারী শরীর, তাই এক্ষেত্রে গর্ভধারণও করেছেন তিনি। তাঁর গর্ভেই বড় হচ্ছে তাঁদের সন্তান। যদিও তিনি নিজেকে সেই শিশুর বাবা বলেই মনে করেন। আর জিয়া এক্ষেত্রে মা হয়ে পাশে রয়েছেন তাঁর।

সোশ্যাল মিডিয়ায় জাহাদ এবং জিয়ার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তবে অনেকেই তাঁদের এই সিদ্ধান্ত এবং বিরল ঘটনার প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় এমন সুন্দর ঘটনা তাঁরা বহু দিন প্রত্যক্ষ করেননি। বহু মানুষ তাঁদের অভিনন্দনও জানিয়েছেন। জাহাদ এবং জিয়া সেই অভিনন্দন বার্তাগুলি পেয়ে অভিভূত। সেই কথা নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁরা।

বন্ধ করুন