বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video: হাতি কি ফুচকা খেতে ভালোবাসে? আজব ভিডিয়ো দেখে এমনই প্রশ্ন নেটিজেনদের

Viral Video: হাতি কি ফুচকা খেতে ভালোবাসে? আজব ভিডিয়ো দেখে এমনই প্রশ্ন নেটিজেনদের

ফুচকা খাচ্ছে হাতি

Viral Video: এমন এক হাতি, যার প্রিয় খাবার ফুচকা! এমনও হয় নাকি? ভিডিয়ো দেখে প্রশ্ন অনেকেরই। 

দেখতে ছোট, কিন্তু মুখে দিলেই যেন তৃপ্তির বন্যা। এমনই এক খাবার, যা খাওয়া নিয়ে প্রতিযোগিতায় নামেননি এমন মানুষ পাওয়াও মুশকিল। এহেন খাবারের নাম ফুচকা।

আগে শুধুমাত্র রাস্তার ধারে ফুচকাওয়ালারা এই খাবারটি বিক্রি করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি এখন বড় বড় অনুষ্ঠানের অংশও হয়ে উঠেছে। বিশেষ করে বিয়েবাড়িতে এখন ফুচকা ছাড়া চলে না। ফুচকার এই উত্তরণে অনেকেই খুশি হয়েছেন নিশ্চয়ই। কিন্তু এই খাবারের প্রতি আর শুধু মানুষের একচেটিয়া ভালোবাসা থাকছে না। সেটিই প্রমাণিত হালের এক ভিডিয়োয়।

কী দেখা গিয়েছে সেই ভিডিয়োয়? দেখা গিয়েছে, এক হাতির ফুচকা প্রেম। রীতিমতো চেয়ে চেয়ে ফুচকা খাচ্ছেন এই গজরাজ। আর সেটিই নেটিজেনদের চরম অবাক করে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে অসমে। যত দূর জানা গিয়েছে, গোয়াহাটির কাছে এক বিয়েবাড়িতে ঘটেছে ঘটনাটি। সেখানে হাজির হয়েছিল এই হাতি। তার পরে বিয়ে বাড়িতে থাকা ফুচকার স্টলে চলে যায় সে। সেখানেই খেতে শুরু করে ফুচকা। ফুচকাওয়ালা পর পর এক এক করে ফুচকা দিয়ে যান শুঁরের মধ্যে। আর সেটিই মুখে ঢুকিয়ে নেয় সে। সব মিলিয়ে গোটা তিনেক ফুচকা তো খেতে দেখাই যায় তাকে।

ভিডিয়োটি অতি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র ৩৫ সেকেন্ডের ভিডিয়ো। কিন্তু সেটিও বিরাটভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছেন, হাতি যে ফুচকা খেতে এমন ভালোবাসতে পারে, তা তাঁরা কল্পনাও করেননি। কেউ কেউ বলেছেন, হাতিটির ভাবগতিক দেখে মনে হচ্ছে, এর পরে বলে উঠবে, ‘আর একটু বেশি করে ঝাল দিন তো।’

বন্ধ করুন