বাংলা নিউজ > টুকিটাকি > Viral video: স্ত্রীকে সারপ্রাইজ দিতে হবে, তার জন্য কী করে দেখালেন স্বামী? ভাইরাল ভিডিয়ো

Viral video: স্ত্রীকে সারপ্রাইজ দিতে হবে, তার জন্য কী করে দেখালেন স্বামী? ভাইরাল ভিডিয়ো

এক স্বামী যা করে দেখালেন‌ (Instargram)

Viral video surprise gift for wife surprises the netizen: স্ত্রীকে উপহার দিতে কে না ভালোবাসে। তার জন্য এক স্বামী যা করে দেখালেন‌। গোটা নেটদুনিয়া অবাক হয়ে দেখল।

নিজের স্ত্রীকে খুশি রাখতে স্বামীরা কত কীই না করে। কেউ অফিস থেকে ফেরার পথে উপহার কিনে আনেন। কেউ আবার বউকে নিয়ে প্রিয় জায়গায় ঘুরতে যান। মাঝে মাঝে বউয়ের জন্য কিছু না করলে তাঁরও বেশ গোঁসা হয়। তখন সে রাগ ভাঙাতে বেগ পেতে হয়। তাই সপ্তাহ শেষে সিনেমা দেখাতে নিয়ে যাওঢ়ার পাশাপাশি এটা ওটা শখ পূরণ করার বরের একদম দায়িত্ব। আবার বউরাও তাদের বরের জন্য একই দায়িত্ব পালন করে থাকেন।

এখন ভালোবাসার মানুষের নাম গায়ে লিখে রাখতে অনেকে ট্যাটু করান। ট্যাটুর মাধ্যমে প্রিয় মানুষটির স্মৃতি নিজের সঙ্গে এভাবেই জড়িয়ে রাখেন অনেকে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ট্যাটু শিল্পী মহেশ চ্যবন তার ইনস্টাগ্ৰাম প্রোফাইলে একটি ভিডিয়ো শেয়ার করেন। তাতে দেখা যায়, এক স্বামী তাঁর স্ত্রীয়ের কাছে গেলেন। স্ত্রী ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে বসেছিলেন বিছানায়। ট্যাটু করার পর প্লাস্টিক দিয়ে জড়ানো হাত তাঁর সামনে নিয়ে গিয়ে ধরলেন তার বর। তাই দেখে স্ত্রী কৌতূহলী হয়ে প্লাস্টিকটি ধীরে ধীরে খুলতে শুরু করলেন। পুরোটা খোলার পর দেখা গেল, সেখানে তার স্ত্রী ও সদ্যোজাত সন্তানের ছবি খোদাই করা! ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল 'ম্যাম কিতনি খুশ হো গ্যয়ি জব উনকো উনকি বার্থডে পর ইতনা বড়া সারপ্রাইজ মিলা হাজব্যান্ড সে' (নিজের জন্মদিনে বরের কাছ থেকে এমন উপহার পেয়ে ম্যাম কত খুশি!)

সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিয়ো শেয়ার করার পর প্রশংসায় ফেটে পড়েন নেটিজেনরা। স্ত্রী ও সদ্যোজাত শিশুর প্রতি ভালোবাসা দেখে নেটিজেনরা একের পর এক কমেন্ট প্রশংসা করতে থাকেন। আদ্যপান্ত 'ফ্যামিলি ম্যান' স্বামীটিকে ধন্য ধন্য করেন অনেকেই। এক নেটিজেনের কথায় এটি একটি ‘সুপার গিফ্ট'।‌ আরেকজন জানান, ‘একেবারে অন্য লেভেলের উপহার এটা!' অন্য এক নেটিজেন বলেন, 'আপনি এত সুন্দর মনে রাখার মতো মুহূর্ত তৈরি করলেন, ভাবাই যায় না!'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন