বাংলা নিউজ > টুকিটাকি > Guidelines for Covid-19 Patients: করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আছেন? কী নিয়ম মানতে হবে? বিপদ বাড়ছে, কীভাবে বুঝবেন?

Guidelines for Covid-19 Patients: করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আছেন? কী নিয়ম মানতে হবে? বিপদ বাড়ছে, কীভাবে বুঝবেন?

প্রাপ্তবয়স্ক করোনাভাইরাস আক্রান্তদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

মৃদু অসুস্থ করোনা রোগীদের আবশ্যিকভাবে কী কী করতে হবে, তা দেখে নিন

প্রাপ্তবয়স্ক করোনাভাইরাস আক্রান্তদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্র। মৃদু, মাঝারি এবং গুরুতর অসুস্থ রোগীদের কী কী নিয়ম মেনে চলতে হবে, কোন কোন ক্ষেত্রে বাড়তি গুরুত্ব অবলম্বন করতে হবে, তা জানানো হয়েছে।

মৃদু অসুস্থ করোনা রোগীদের আবশ্যিকভাবে কী কী করতে হবে?

যাঁরা বাড়িতে আইসোলেশনে আছেন এবং জ্বর, সর্দি আছে বা শ্বাস-প্রশ্বাসের সমস্যা ছাড়াই জ্বর আছে বা শরীরে অক্সিজেনের অভাব হচ্ছে না, এমন করোনা রোগীদের ক্ষেত্রে সেই নিয়ম মেনে চলতে হবে। তাঁদের কী কী নিয়ম মেনে চলতে হবে, তা দেখে নিন একনজরে -

১) সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। 

২) বাড়িতেও মাস্ক ব্যবহার করতে হবে। 

৩) হাত পরিষ্কার রাখতে হবে।

৪) জল খেতে হবে। হাইড্রেশনের দিকে দিতে হবে নজর। জ্বর নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখতে হবে কাশি।

৫) তাপমাত্রার উপর নজর রাখতে হবে। নজরে রাখতে হবে অক্সিজেন স্যাচুরেশনও।

অবিলম্বে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে হবে কখন?

১) শ্বাস-প্রশ্বাসে সমস্যা বা অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশের নীচে থাকলে দেরি না করে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। 

২) প্রবল জ্বর বা কাশি। বিশেষত পাঁচদিনের বেশি জ্বর বা কাশি থাকলে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

৩)  যাঁদের কো-মর্বিডিটি (বয়স ৬০-র বেশি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, টিবি, স্থূলতা, ফুসফুস বা কিডনি বা লিভারের রোগ, ডায়াবেটিস বা এইডসের মতো অসুস্থতা) আছে, তাঁদের আরও সতর্ক থাকতে হবে। আরও আগে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে কেন্দ্র।

বন্ধ করুন