বাংলা নিউজ > টুকিটাকি > NFHS Report on Relationship: যৌনসঙ্গীর সংখ্যা কাদের বেশি? পুরুষ না নারী? ভারতের ৭ রাজ্য এগিয়ে নারীরাই

NFHS Report on Relationship: যৌনসঙ্গীর সংখ্যা কাদের বেশি? পুরুষ না নারী? ভারতের ৭ রাজ্য এগিয়ে নারীরাই

প্রেমের প্রতিযোগিতায় এগিয়ে কারা?

হালে প্রকাশিত হওয়া National Family Health Survey (NFHS)-এর রিপোর্ট বলছে, ভারতের ৭টি রাজ্যে পুরুষের চেয়ে নারী এগিয়ে রয়েছেন যৌনসঙ্গীর সংখ্যার নিরিখে। কোন কোন রাজ্য?

কাদের যৌনসঙ্গীর সংখ্যা বেশি? নারী নাকি পুরুষ? বেশির ভাগই এই প্রশ্নের উত্তরে বলবেন, পুরুষরাই এগিয়ে। কথাটি বেশির ভাগ ক্ষেত্রে ঠিক হলেও ভারতের ৭টি রাজ্যের ক্ষেত্রে নয়। তেমনই বলছে হালের সমীক্ষা। সম্প্রতি প্রকাশিত হওয়া National Family Health Survey (NFHS)-এর রিপোর্ট বলছে, ভারতের ৭ রাজ্যে পুরুষদের চেয়ে যৌনসঙ্গীর সংখ্যার বিচার এগিয়ে আছেন নারীরা। তাছাড়া শহর এবং গ্রামের মানুষের মধ্যে কাদের যৌনসঙ্গীর সংখ্যা বেশি, তারও ছবি দিয়েছে এই সমীক্ষা। কী বলা হয়েছে সেখানে?

  • শহুরে জনগণের ক্ষেত্রে: 

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৭ জন

গড়ে প্রত্যেক নারীর জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৫ জন

 

তবে যৌনসম্পর্কের নিরিখে একটি বিষয়ে পুরুষরা অনেকটাই এগিয়ে আছেন নারীদের ক্ষেত্রে। এমনই বলছে এই সমীক্ষা। কী সেই বিষয়? সমীক্ষায় দেখা গিয়েছে, নিজের স্বামী বা স্ত্রী নন, কিংবা একসঙ্গে ১২ মাসের বেশি যাঁদের সঙ্গে কাটিয়েছেন, তেমন ব্যক্তি ব্যতিরেকে অন্য কারও সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত হয়েছেন কত শতাংশ মানুষ? এক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা এগিয়ে রয়েছে অনেকটাই। ৩.৬ শতাংশ পুরুষ বিবাহ বা প্রেমবহির্ভূত যৌনসম্পর্কে লিপ্ত হয়েছেন। সেখানে মহিলাদের মধ্যে তা মাত্র ০.৫ শতাংশ।

এবার আসা যাক, সেই ৭ রাজ্যের কথায়, যেখানে পুরুষের চেয়ে নারীরা প্রেমের সংখ্যা বা যৌনসঙ্গীর সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছেন। কোনো কোন রাজ্য জানেন কি?

এই ৭ রাজ্য হল

  • অসম

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৮ জন

গড়ে প্রত্যেক নারীর জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ২.১ জন

 

  • হরিয়ানা

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৫ জন

গড়ে প্রত্যেক নারীর জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৮ জন

 

  • জম্মু এবং কাশ্মীর

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.১ জন

গড়ে প্রত্যেক নারীর জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৫ জন

 

  • কেরল

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.০ জন

গড়ে প্রত্যেক নারীর জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৪ জন

 

  • মধ্যপ্রদেশ

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৬ জন

গড়ে প্রত্যেক নারীর জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ২.৫ জন

 

  • রাজস্থান

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৮ জন

গড়ে প্রত্যেক নারীর জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ৩.১ জন

 

  • তামিলনাড়ু

গড়ে প্রত্যেক পুরুষের জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ১.৮ জন

গড়ে প্রত্যেক নারীর জীবনে কত জনের সঙ্গে যৌনসম্পর্ক হয়: ২.৪ জন

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন