বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন’, গালওয়ানে আহতদের হাসপাতালে মোদীর সফর বিতর্কে বলল সেনা

‘বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন’, গালওয়ানে আহতদের হাসপাতালে মোদীর সফর বিতর্কে বলল সেনা

মোদীর হাসপাতালে ভ্রমণের এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল (ছবি সৌজন্য পিটিআই)

যে অভিযোগ তোলা হচ্ছে, তার পুরোটাই ‘বিদ্বেষপূর্ণ এবং ভিত্তিহীন’। সাফাই সেনার।

নেই কোনও চিকিৎসক। জওয়ানদের শয্যার ধারেকাছেও নেই কোনও ওষুধের টেবিল বা চিকিৎসার সরঞ্জাম। অথচ সেই রুমে রয়েছে প্রজেক্টর। এটা হাসপাতাল নাকি কনফারেন্স রুম! 

গালওয়ানে আহত জওয়ানরা যে হাসপাতালে ভরতি আছেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার ছবি প্রকাশের পর সোশ্যাল মিডিয়াজুড়ে এমনই প্রশ্ন উঠছিল। ক্রমশ বাড়ছিল বিতর্ক। এই অবস্থায় শনিবার ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়া হল। জানানো হয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেহ'র যে হাসপাতালে গিয়েছিলেন, সেটির পরিস্থিতি নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোটাই ‘বিদ্বেষপূর্ণ এবং ভিত্তিহীন’।

জওয়ানরা হাসপাতালে যে ঘরে রয়েছেন, সেখানে কীভাবে প্রজেক্টর এল, সেই বিতর্কেরও সাফাই দিয়েছে সেনা। জানানো হয়েছে, জরুরিকালীন প্রয়োজনে শয্যার বন্দোবস্ত করার পরিকল্পনার মধ্যেই রয়েছে ওই কেন্দ্রটি (রুম)। সেখানে ১০০ টি শয্যা রয়েছে এবং তা জেনারেল হাসপাতাল কমপ্লেক্সের মধ্যেই। করোনাভাইরাস সংক্রান্ত প্রোটোকলের জন্য হাসপাতালের কয়েকটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তাই জেনারেল হাসপাতালকে করোনা চিকিৎসার কেন্দ্র হিসেবে নথিভুক্ত করার সময় থেকেই ওই রুমকে (যেখানে জওয়ানরা রয়েছে) আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে। যে রুমটি সাধারণত প্রশিক্ষণের জন্য অডিয়ো-ভিসুয়াল রুম হিসেবে ব্যবহার করা হত। করোনা ওয়ার্ড আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রথম থেকেই ওই রুমে জওয়ানদের রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা।

পাশাপাশি সেনার তরফে জানানো হয়েছে, দেশের বীর জওয়ানদের চিকিৎসা পদ্ধতি নিয়ে যেভাবে কুৎসা ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত দুভার্গ্যজনক। আহত জওয়ানদেরও সবথেকে ভালো চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে আশ্বস্ত করেছে সেনা।

বন্ধ করুন