‘যা লক্ষ্য নিত, সব অর্জন করেই ছাড়ত’, উচ্ছ্বসিত কমলা হ্যারিসের ‘চিত্তি’
1 মিনিটে পড়ুন . Updated: 09 Nov 2020, 09:12 PM IST- নিজের মনোনয়নপত্র গ্রহণের ভাষণেও ‘চিত্তি’-র কথা উল্লেখ করেছিলেন কমলা হ্যারিস।
ছেলেবেলা থেকেই যা কিছু করতেন, তাতেই ভালো ফল করতেন। যা কিছুর লক্ষ্য নিতেন, তা করেই ছাড়তেন। আর সেই মেয়েই আজ আমেরিকায় ইতিহাস গড়েছেন। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। তাতে স্বভাবতই উচ্ছ্বসিত কমলা হ্যারিসের মাসি সরলা গোপালন।
তিনি জানান, প্রথম মহিলা, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে কমলা মার্কিন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অত্যন্ত খুশি হয়েছে পরিবার। সংবাদসংস্থা এএনআইকে কমলা হ্যারিসের মাসি বলেন, ‘আমি চিকিৎসক এবং কর্মসূত্রে চণ্ডীগড়ে থাকমতাম। চণ্ডীগড় এবং অন্যত্র আমাদের কাছে একাধিকবার এসেছে কমলা। বড় হওয়ার সময় ওকে আমরা বরাবরই ভালো মেয়ে হিসেবে দেখে এসেছি। যা কিছু করত, তাতেই ও খুব ভালো ছিল এবং যা কিছু চাইত, তা অর্জন করেই ছাড়ত।’
কমলার মা শ্যামলা গোপালনের ছোটো বোন হলেন সরলা গোপালন। চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছিলেন কমলার মা। তারপর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছেলেন। যিনি ক্যানসার গবেষক ছিলেন। তবে নব-নির্বাচিত মার্কিন ভাইস-প্রেসিডেন্টের মাসি আপাতত চেন্নাইয়েই থাকেন।
নিজের মনোনয়নপত্র গ্রহণের ভাষণেও ‘চিত্তি’-র (তামিলে মাসি) কথা উল্লেখ করেছিলেন কমলা। বলেছিলেন, ‘গর্বিত, দৃঢ় কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে উনি (কমলা হ্যারিসের মা) আমাদের (কমলা হ্যারিস এবং তাঁর বোন মায়া) বড় করেছিলেন। আমাদের ভারতীয় সংস্কৃতির বিষয়ে এবং তা নিয়ে গর্ববোধ করতে শিখিয়েছিলেন। নিজের পরিবারকে আগে রাখতে বলেছিলেন উনি - আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং আপনি যে পরিবারকে বেছে নিয়েছেন। পরিবার হল আমার মামা, আমার মামীমা এবং আমার চিত্তি।’