বাংলা নিউজ > ঘরে বাইরে > ৬৬ শতাংশ স্কুলে ইন্টারনেটের ব্যবস্থা নেই, সমীক্ষায় বিস্ফোরক তথ্য: Report

৬৬ শতাংশ স্কুলে ইন্টারনেটের ব্যবস্থা নেই, সমীক্ষায় বিস্ফোরক তথ্য: Report

সমস্ত স্কুলে কি কম্পিউটার আছে? (প্রতীকী ছবি)

ওই রিপোর্ট উল্লেখ করা হয়েছে, ১০.৬ শতাংশ স্কুলে বিদ্যুৎ নেই। ২৩.০৪ স্কুলে কোনও মাঠ নেই।১২.৭ শতাংশ স্কুলে কোনও লাইব্রেরি বা রিডিং রুম নেই।

ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন রিপোর্ট (UDISE Report) প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। আর সেই রিপোর্টে সামনে এসেছে স্কুলগুলি কতটা ডিজিটাল নির্ভর হতে পেরেছে সেই সম্পর্কিত তথ্য। সেই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬,৮২,৫৬৬টি স্কুলে কম্পিউটার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে ৫.০৪,৯৮৯টি স্কুলে ইন্টারনেট সংযোগ রয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৫৫.৫ শতাংশ স্কুলে কম্পিউটার পরিষেবা নেই। ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬৬ শতাংশ স্কুলে ইন্টারনেটের কোনও ব্যবস্থা নেই। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুসারে কোভিড পরিস্থিতিতে বহু স্কুলে অনলাইনেই পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল। ওয়াকিবহাল মহলের মতে, ডিজিটাল ভারতে এই ছবি নিঃসন্দেহে হতাশাজনক।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মাত্র ২.২ শতাংশ স্কুলে ডিজিটাল লাইব্রেরি রয়েছে। মাত্র ১৪.৯ শতাংশ স্কুলে ডিজিটাল ক্লাসরুম রয়েছে। সেখানে পড়ানোর জন্য রয়েছে ডিজিটাল বোর্ড, স্মার্ট বোর্ড ও আর স্মার্ট টিভি।

ওই রিপোর্ট উল্লেখ করা হয়েছে, ১০.৬ শতাংশ স্কুলে বিদ্যুৎ নেই। ২৩.০৪ স্কুলে কোনও মাঠ নেই।১২.৭ শতাংশ স্কুলে কোনও লাইব্রেরি বা রিডিং রুম নেই। মাত্র ২৬.৯৬ শতাংশ স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্যও টয়লেটের ব্যবস্থা রয়েছে। মাত্র ৫০ শতাংশ স্কুলে রাম্পের ব্যবস্থা রয়েছে। তবে সুবিধা না থাকলেও বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি ৩.৪ শতাংশ বেড়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত তফসিলি ছাত্রছাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। অন্যদিকে জাতীয় শিক্ষানীতি মেনে অতিরিক্ত সূচকও যুক্ত হবে এই রিপোর্টের সঙ্গে।

 

 

বন্ধ করুন