বাংলা নিউজ > ঘরে বাইরে > পর্ন দেখতে অস্বীকার করায় ৬ বছরের নাবালিকাকে নৃশংস ভাবে খুন! ৩ নাবলকসহ ধৃত ৪

পর্ন দেখতে অস্বীকার করায় ৬ বছরের নাবালিকাকে নৃশংস ভাবে খুন! ৩ নাবলকসহ ধৃত ৪

ছবিটি প্রতীকী. সৌজন্য লাইভ হিন্দুস্তান

অভিযোগ, তিন নাবালক সেই নাবালিকাকে যৌন নিগ্রহ করার চেষ্টাও করে। তবে এই বিষয়ে পুলিশ এখনও স্পষ্ট করে কোনও কিছু জানায়নি।

পর্ন দেখতে অস্বীকার করায় অসমের নওগাঁও জেলায় এক নাবালিকাকে খুন করা হল। ঘটনায় যুক্ত সন্দেহে ৮ থেকে ১১ বছর বয়সী তিনজন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত নাবলকদের একজনের বাবাকেও গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। অভিযোগ, তিন নাবালক সেই নাবালিকাকে যৌন নিগ্রহ করার চেষ্টাও করে। তবে এই বিষয়ে পুলিশ এখনও  স্পষ্ট করে কোনও কিছু জানায়নি।

জানা গিয়েছে, তিন নাবালক ৬ বছরের নাবালিকাকে নিয়ে পর্ন দেখতে চেয়েছিল। তবে নাবালকদের প্রস্তাবে সায় দেয়নি নাবালিকা। এরপরই নাকি খুন করা হয় নাবালিকাকে। নাবালিকার দেহটি মঙ্গলবার একটি পাথর খাদানের টয়লেটে মেলে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পরে গতকাল পুলিশের তরফে টুইট করে জানানো হয়, কালিয়াবরের মিসায় ৬ বছর বয়সী শিশুক হত্যাকাণ্ডের কিনারা হয়েছে ২৪ ঘণ্টার মধ্যেই। ঘটনায় ৩ জন কিশোর, ১ জন প্রাপ্তবয়স্ককে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, তিন অভিযুক্ত নাবালকই নির্যাতিতার বাড়ির কাছে থাকত এবং তাদের মোবাইলে অশ্লীল ক্লিপ দেখত। মঙ্গলবার, তারা নির্যাতিতাকে খনিতে প্রলুব্ধ করে এনেছিল। সেখানে তারা তাকে সেই ক্লিপগুলি দেখানোর চেষ্টা করেছিল। মেয়েটি রাজি না হলে তারা তাকে পাথর দিয়ে হত্যা করে। ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে উক্ত মোবাইলটি অভিযুক্ত নাবালকদের একজনের বাবার।

ঘরে বাইরে খবর

Latest News

হোলিকা দহনে এই বিশেষ জিনিসগুলি নিবেদন করুন, দাম্পত্য সম্পর্ক হবে মজবুত বঙ্গের প্রার্থী তালিকা নিয়ে বৈঠক হলেও অধরা চূড়ান্ত নাম, আর কত সময় লাগবে?‌ IPL 2024: লোকসভা নির্বাচনের আগে ধারাভাষ্যে প্রত্যাবর্তন করছেন নভজ্যোত সিং সিধু সাদা দাগ গায়েব, করবে ঝকঝক বিনা খরচে! বাথরুমের কলে লাগাতে হবে এই বিশেষ জিনিসটি Lip Care Tips: এই ৫টি টিপস ঠোঁটের কালচে ভাব দূর করবে বাংলার ডিজিপি হয়েছেন বিবেক, তাঁর দাদা বিকাশ সহায়ও ডিজিপি অন্য এক রাজ্যে! স্ত্রী সোমিকে সবার সামনে চুমু খেলেন রাখির প্রাক্তন বর আদিল! তুমুল ভাইরাল ভিডিয়ো এবার হোলিতে গ্রহণের ছায়া, সূতক কালে কি রং খেলা যাবে? জেনে নিন কী বলছে জ্যোতিষ মত 'বাংলায় বিজেপিকে ফিরতে দিয়েছে তৃণমূলই', মমতার দলকে নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর আসন সমঝোতা নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে কংগ্রেস, উদ্যোগী ভূমিকা বাম শিবিরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.