বাংলা নিউজ > ঘরে বাইরে > BPO Employee Shot At Ex Boss: খারাপ আচরণের জন্য হারান চাকরি, পুরোনো অফিসে ঢুকে প্রাক্তন বসকে গুলি ব্যক্তির

BPO Employee Shot At Ex Boss: খারাপ আচরণের জন্য হারান চাকরি, পুরোনো অফিসে ঢুকে প্রাক্তন বসকে গুলি ব্যক্তির

পুরোনো অফিসে ঢুকে প্রাক্তন বসকে গুলি ব্যক্তির

জিজ্ঞাসাবাদে অনুপ সিংয়ের প্রাক্তন সহকর্মীরা জানিয়েছেন যে অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তখন অন্যদের সামনে তাঁকে অপমান করেছিলেন শার্দুল। এর জন্য শার্দুলের ওপর অসন্তুষ্ট ছিলেন অনুপ।

চাকরি থেকে বরখাস্ত করা নিয়ে ক্ষুব্ধ ছিলেন। এই ক্ষোভ গিয়ে পড়ে বসের ওপর। আর এই আবহে অফিসে ঢুকে প্রাক্তন বসকে গুলি করলেন এক বিপিও কর্মী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ২-তে। ঘটনায় জখম হওয়া ব্যক্তির নাম শারদুল ইসলাম। তিনি এনএসবি বিপিও-র কর্মী। ফেজ ১-এর পুলিশ স্টেশনের অধীনে অবস্থিত রয়েছে সেই বিপিও-র অফিস। জখম ব্যক্তি নয়ডার এক বেসরকারি হাসপাতালে ভরতি। তাঁর চিকিৎসা চলছে। আপাততি বিপদ মুক্ত তিনি। এদিকে ঘটনায় অভিযুক্তের নাম অনুপ সিং। তিমি দিল্লির বসুন্ধরা এনক্লেভের বাসিন্দা। আপাতত অনুপ পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে নয়ডা ২ জোনের সহকারী পুলিশ কমিশনার সুশীল কুমার গঙ্গা প্রসাদ বলেন, 'বুধবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে পুলিশ এই ঘটনার খবর পায়। পরে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে যায়। সন্দেহভাজন ব্যক্তি তাঁর বসের ডান কাঁধে গুলি মেরেছিলেন।' পুলিশ কর্তা আরও বলেন, 'অফিস চত্বরের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি বিপিওর একজন প্রাক্তন কর্মচারী। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরেও প্রায়ই অফিসে যেতেন। অনুপ সিংকে তাঁর খারাপ আচরণের জন্য প্রায় এক বছর আগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। প্রাথমিকভাবে ঘটনাটি শত্রুতা ও প্রতিহিংসার বলে ধারণা করা হচ্ছে।'

জিজ্ঞাসাবাদে অনুপ সিংয়ের প্রাক্তন সহকর্মীরা জানিয়েছেন যে অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তখন অন্যদের সামনে তাঁকে অপমান করেছিলেন শার্দুল। এর জন্য শার্দুলের ওপর অসন্তুষ্ট ছিলেন অনুপ। পুলিশ কর্তা জানান, সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে দুটি দল মোতায়েন করা হয়েছে। অনুপের বাড়ি, তাঁর বন্ধুবান্ধব এবং পরিবারের বাড়িতেও অভিযান চলানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ফেজ-১ থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

বন্ধ করুন