বাংলা নিউজ > ঘরে বাইরে > DU Notice: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মোদী আসার আগে জারি নোটিস! পরা যাবে না কালো পোশাক, উপস্থিতি নিয়েও কড়া বার্তা

DU Notice: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মোদী আসার আগে জারি নোটিস! পরা যাবে না কালো পোশাক, উপস্থিতি নিয়েও কড়া বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  (PTI Photo/Atul Yadav)(PTI06_30_2023_000090B) (PTI)

দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে যে নোটিস জারি করা হয়েছে। সেখানে জানানো হয় বেলা ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সমস্ত ক্লাস থাকবে বন্ধ। পোশাকের ক্ষেত্রেও জারি হয়েছে বেশ কিছু বিধি। কালো পোশাক পরে উপস্থিতি চলবে না বলে জানানো হয়েছে। এছাড়াও উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বহু কলেজে।

শতবর্ষ পালন করছে দিল্লি বিশ্ববিদ্যালয়। সেখানে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে উদযাপন। আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে মোদী আসার আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি নোটিস জারি হয়। যেখানে সাফ জানানো হয় যে, কোনও পড়ুয়া পড়তে পারবেন না, কালো পোশাক, উপস্থিতি নিয়েও বহু কলেজে জারি হয়েছে নির্দেশ।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে যে নোটিস জারি করা হয়েছে। সেখানে জানানো হয় বেলা ১০ টা  থেকে ১২ টা পর্যন্ত সমস্ত ক্লাস থাকবে বন্ধ। পোশাকের ক্ষেত্রেও জারি হয়েছে বেশ কিছু বিধি। কালো পোশাক পরে উপস্থিতি চলবে না বলে জানানো হয়েছে। এছাড়াও উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বহু কলেজে। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে এদিন সকালেই দিল্লির মেট্রোয় চড়ে রওনা হন মোদী। সেখানে মেট্রো সফরে তাঁর সঙ্গে মেট্রোয় দেখা যায়, বহু যুবক যুবতী। সকলের সঙ্গে তিনি খোশ গল্পে মেতে সফর করেন। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে জানান যে, কেন তিনি মেট্রোয় চড়ে আসেন। মোদী বলেন, যুবকদের সঙ্গে কথা বললে , বহু তথ্য পাওয়া যায়, আর আড্ডাও জমে। সেই আড্ডা দিতে দিতে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পৌঁছন।

এদিকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের হনসরাজ কলেজ , ড. ভিমরাও আম্বেদকর কলেজ, জাকির হুসেন কলেজে পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক ঘোষিত হয়েছে। সেখানে পড়ুয়া ও শিক্ষক সকলকে শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট দেখার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। হিন্দু কলেজের ভারপ্রাপ্ত প্রধান মিনু শ্রীবাস্তব জানিয়েছেন, লাইভ স্ট্রিমিংয়ে উপস্থিত থাকলে ৫ টি উপস্থিতি দেওয়া হবে পড়ুয়াদের। নোটিসে বলা হয়েছে, কোনও কালোপোশাক পরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসা যাবে না। সঙ্গে রাখতে হবে আইকার্ড। বিশ্ববিদ্যালয় দাবি করেছে, তারা কোনও মতেই উপস্থিতি বাধ্যতামূলক করেনি। এদিকে, রেজিস্ট্রার বিকাশ গুপ্ত বলেন, বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলক উপস্থিতির বিষয়ে কোনো আদেশ জারি করেনি।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন