বাংলা নিউজ > ঘরে বাইরে > Uttar Pradesh EVM Row: 'সরকার গড়ার চেয়ে বেশি দামি ব্যক্তির জীবন', EVM ইস্যুতে ভাইরাল অডিয়ো নিয়ে সরব অখিলেশ

Uttar Pradesh EVM Row: 'সরকার গড়ার চেয়ে বেশি দামি ব্যক্তির জীবন', EVM ইস্যুতে ভাইরাল অডিয়ো নিয়ে সরব অখিলেশ

অখিলেস যাদব। ছবি সৌজন্য- ANI (HT_PRINT)

উত্তরপ্রদেশ ভোট শেষ হতেই ৭ মার্চ প্রকাশ্যে আসে এক্সিট পোল। সেই ফলাফলে বিজেপির দাপটকেই তুলে ধরা হয়। তারপরই এক প্রেস কন্ফারেন্সে অখিলেশ যাদব বারাণসীর ইভিএম নিয়ে অভিযোগ তোলেন। গণনার আগে এই অভিযোগ ঘিরে সরগরম হয় উত্তরপ্রদেশের রাজনীতি। এরপর আসে ভোটের ফলাফল।

উত্তরপ্রদেশের ভোটের ফলাফলের ঠিক আগের দিন গোবলয়ের রাজনীতিতে ঝড় তুলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর অভিযোগ ছিল, বারাণসীতে প্রার্থীকে না জানিয়েই সরিয়ে নিয়ে যাওয়া হয় ইভিএম। পরবর্তীকালে যদিও বারাণসী প্রশাসন জানিয়ে দেয় যে, ওই ইভিএম গণনাকর্মীদের প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তী পর্যায়ে সদ্য এই ইস্যুতে একটি অডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। আর তা নিয়েই এবার মুখ খুললেন অখিলেশ যাদব।

অখিলেশ যাদব একটি টুইটে লেখেন, 'ইভিএম বদলে যাওয়া নিয়ে একজন নির্বাচনী আধিকারিক কারোর সঙ্গে কথা বলেছেন। যার অডিয়ো এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাননীয় শীর্ষ আদালত, ও রাষ্ট্রপতি মহাশয়ের কাছে আবেদন, বিষয়টি বিবেচনা করার ও সরকারের উচিত ওই ব্যক্তিকে তড়িঘড়ি নিরাপত্তা দেওয়া।' প্রসঙ্গত বিষয়টি নিয়ে একধাপ এগিয়ে অখিলেশ বলেন, 'কোনও ব্যক্তির জীবন, সরকার গাড়র চেয়ে অনেক বেশি দামি আমাদের কাছে।' উল্লেখ্য, উত্তরপ্রদেশ ভোট শেষ হতেই ৭ মার্চ প্রকাশ্যে আসে এক্সিট পোল। সেই ফলাফলে বিজেপির দাপটকেই তুলে ধরা হয়। তারপরই এক প্রেস কন্ফারেন্সে অখিলেশ যাদব বারাণসীর ইভিএম নিয়ে অভিযোগ তোলেন। গণনার আগে এই অভিযোগ ঘিরে সরগরম হয় উত্তরপ্রদেশের রাজনীতি। এরপর আসে ভোটের ফলাফল।

উত্তরপ্রদেশের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য সরকার গড়তে চলেছেন যোগী আদিত্যনাথ। বিজেপির দাপুটে ঝড়ে কার্যত সমাজবাদী পার্টির সাইকেল বিধ্বস্ত হয়ে যায়। তবে তারপর অখিলেশের এই নতুন টুইট গঙ্গাপাড়ের উত্তরপ্রদেশের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে রয়েছে।

বন্ধ করুন