প্রায় ৫০০ মাইল দীর্ঘ বজ্রপাত। দেখা গিয়েছিল তিনটি মার্কিন রাজ্য জুড়ে। পর্যালোচনার পর গবেষকরা বলছেন, এটিই দীর্ঘতম বজ্রপাতের নিরিখে বিশ্বরেকর্ড।
দীর্ঘতম বজ্রপাতের বিশ্ব রেকর্ড
এই বজ্রপাতটি ২০২০ সালে হয়েছিল। ৪৭৭.২ মাইল(৭৬৮ কিমি) দীর্ঘ ছিল। মিসিসিপি, লুইসিয়ানা এবং টেক্সাস জুড়ে এটি ছড়িয়ে পড়ে।
এর আগের দীর্ঘতম বজ্রপাত
সেটি হয়েছিল ২০১৮ সালে। ব্রাজিলে। প্রায় ৪৪০.৬ মাইল(৭০৯ কিমি) দীর্ঘ ছিল।
আরও পড়ুন : Budget 2022: 'ডিজিটাল রুপি' কী? সেটা কি আসল টাকার মতোই? জানুন বাজেটের নয়া ঘোষণার বিষয়ে
সবচেয়ে বেশি সময় ধরে একটি বজ্রপাত স্থায়ী হওয়ার রেকর্ড
অন্যদিকে আরও একটি রেকর্ডের বিষয়ে জানান বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, ২০২০ সালেই উরুগুয়ে ও আর্জেন্টিনায় একটি বজ্রপাত ১৭.১ সেকেন্ড ধরে স্থায়ী হয়েছিল। সেটিই সবচেয়ে বেশি সময় ধরে একটি বজ্রপাতের নয়া রেকর্ড। এর আগের রেকর্ড ছিল ১৬.৭ সেকেন্ডের।
সাধারণত বজ্রপাত কতটা বিস্তৃত হয়?
খুব কম ক্ষেত্রেই বজ্রপাত ১০ মাইলের বেশি প্রসারিত হয়। সাধারণত এক সেকেন্ডের কম স্থায়ী হয়।
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জানিয়েছে, এই দুটি স্থানই তীব্র ঝড়ের প্রবণতাযুক্ত। এই ঝড়গুলিই 'মেগাফ্ল্যাশ' তৈরি করে।
WMO জানিয়েছে, বাস স্টপ বা অস্থায়ী কাঠামো বজ্র-নিরাপদ অবস্থান নয়। শুধুমাত্র সঠিকভাবে নির্মিত বাড়ি, মাথা ঢাকা গাড়ি হল সঠিক নিরাপদ স্থান।