সন্তান, স্বামীকে ভারতে ফেলে রেখে ফেসবুক ফ্রেন্ডের টানে পাকিস্তানে চলে গিয়েছিলেন রাজস্থানের বধূ অঞ্জু। এরপর তিনি পাক যুবক নাসরুল্লাহকে শাদিও করেছিলেন বলে দাবি করা হয়। আবার সেই অঞ্জু পাঁচ মাস পরে ফিরে আসছেন পাকিস্তান থেকে ভারতে।
তবে লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে পাকিস্তান থেকে ফিরে আসার পরে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে অঞ্জু। ভারতীয় গোয়েন্দারা তাকে প্রশ্ন করেন।
এদিকে সাধারণ মানুষের মনেও প্রশ্ন, কেন ফিরে এলেন পাকিস্তান থেকে? আবার কবে যাবেন? তিনি তিনি স্বামী আর রাগী বাবার সঙ্গে দেখা করবেন? পরের প্ল্যানটা ঠিক কী?
আর অঞ্জু নিজেই এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন।
রিপাবলিক ভারতে মুখ খুলেছেন অঞ্জু। তিনি জানিয়েছেন, আমি সন্তানদের জন্য় ভারতে ফিরে এসেছি। যেভাবে চলে গিয়েছিলাম সেভাবেই ফিরে যাব। অন্যান্য সাধারণ মানুষের মতোই যাতায়াত করব। আমি নিজের ইচ্ছায় গিয়েছিলাম, নিজের ইচ্ছায় ফিরে এসেছি। আমি পালিয়ে যাইনি।
প্রশ্ন করা হয়েছিল ভারতে সন্তান, স্বামী ও বাবার সঙ্গে কি তিনি দেখা করবেন?
এই প্রশ্নের উত্তরে কিছুটা অস্বস্তিতে পড়ে যান অঞ্জু। তিনি বলেন, হ্য়াঁ আমি সন্তানদের সঙ্গে দেখা করব। আমি স্বামীকে নিয়ে এখনই কিছু বলতে পারব না। কেন দেখা করব?
কিন্তু বাবার সঙ্গে কী দেখা করবেন?
অঞ্জু বলেন, না এখনই বাবার সঙ্গে দেখা করব না। কারণ আপনারা জানেন যে বাবা মা বাবা মাই হয়। যদি সন্তানরা কিছু করেন…চুপ করে যান অঞ্জু।
এবার প্রশ্ন অঞ্জু কি এখানেই থাকবেন নাকি পাকিস্তানে ফিরে যাবেন?
সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি সবে এখানে এসেছি। এরপর কী করব! আমি ঠিক করেছি নাসরুল্লাহকে এখানে একবার ডাকব। এরপর আমরা বাচ্চাদের সঙ্গে কথা বলব। এরপর যা হবে আমরা বাচ্চাদের সঙ্গে করে নিয়ে যাব।
মোটামুটি এটাই হল অঞ্জুর প্ল্যান। মানে এবার নতুন বর নাসরুল্লাহকে ভারতে ডেকে আনবেন অঞ্জু।এরপর তিনি বাচ্চাদের বুঝিয়ে পাকিস্তানে নিয়ে যাবেন।
তবে সূত্রের খবর, অঞ্জুকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন তার ভারতীয় স্বামী। তাঁর সন্তানরাও মায়ের খবর নিতে রাজি নয় বলে খবর।