ভারতের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে এক নয়া সূচনা হয়েছে শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে চালু হয়েছে ৫জি পরিষেবা। আর এরই মধ্যে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট পরিষেবা নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে দিলেন, ৬জি পরিষেবা চালু করার ক্ষেত্রে ভারত অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতা অনুযায়ী ৬জি পরিষেবার ক্ষেত্রে ভারত নেতৃত্ব দেবে।’
এদিকে ৫জি পরিষেবার পথচলার সূচনা করে প্রধানমন্ত্রী মোদী শনিবার দাবি করেন, টেলিকম সেক্টরে বিপ্লব এনে দেবে ৫জি। ৫জি-র সুপ্রভাব নিয়ে বেশ আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে তিনি বলেন, ‘টেলিকম শিল্পের তরফে ১৩০ কোটি ভারতীয়দের জন্য একটি উপহার এই ৫জি পরিষেবা। এটি দেশে এক নতুন যুগের সূচনা করবে। বিপুল সুযোগের পথ খুলে দেবে ৫জি। আগে ১ জিবি ডেটার দামই ছিল ৩০০ টাকা। আর এখন সেটা নেমে মাত্র ১০ টাকা হয়ে গিয়েছে। গড়ে, ভারতের মাথাপিছু মাসে ১৪ জিবি করে ডেটা খরচ হয়। আগেকার দাম দিয়ে ধরলে সেটা দাঁড়াত ৪,২০০ টাকা করে। এদিকে এখনকার হিসাবে মাত্র ১২৫-১৫০ টাকা খরচ হয়।’
আগামী কয়েক বছরের মধ্যে সমগ্র দেশে পৌঁছে যাবে ৫জি সংযোগ। অতি-উচ্চ-গতির ইন্টারনেট পাবেন আমজনতা। কেবলমাত্র দ্রুত গতির ইন্টারনেট পরিষেবাই নয়, ৫জি-র সাহায্যে দুর্যোগ মোকাবিলা, কৃষিজ ক্ষেত্রে যুগান্তকারী বদল আনা সম্ভব হবে।