২০জন ভারতীয় কাবুল থেকে ফ্লাইট মিস করেছেন, এদেশে আসা আফগানকে কতদিন রাখবে ভারত?
1 মিনিটে পড়ুন . Updated: 27 Aug 2021, 10:32 PM IST- যাঁরা এমারজেন্সি ই-ভিসা নিয়ে ভারতে আসছেন তাঁদের ব্যাপারেই বা ভারত কী অবস্থান নেবে?
অন্তত ২০জন ভারতীয় নাগরিক ও প্রায় ১৪০জন আফগান শিখ ও হিন্দু গত বুধবার সামরিক ফ্লাইট ধরার জন্য কাবুল বিমানবন্দরে ঢুকতে পারেননি। মূলত তালিবানরাই নানা সমস্যা তৈরি করেছিল। এদিকে সূত্রের খবর, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের জেরে পরিস্থিতি আরও বিগড়ে যেতে শুরু করেছে। তবে বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি স্বীকার করে নিয়েছেন, গত বুধবার অন্তত ২০ জন ভারতীয় কাবুল থেকে ভারতে আসার ফ্লাইট মিস করেছেন। তবে বেশিরভাগ ভারতীয় যাঁরা আফগানিস্তান থেকে ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁদের সিংহভাগকেই ফেরৎ আনা হয়েছে। তবে এর সঙ্গেই তিনি জানিয়েছেন, 'কিছু ভারতীয় সংখ্যাটা প্রায় ২০জন হবে, বিমানবন্দরে আসার চেষ্টা করছিলেন। কিন্তু যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাঁরা বিমানবন্দরে ঢুকতে পারেননি। তাঁদের ছাড়াই আমাদের বিমান ফিরে আসতে বাধ্য হয়েছে।'
এবার প্রশ্ন উঠছে, যে সমস্ত আফগানরা বর্তমানে ভারতে আসছেন তাঁদের জন্য ভারত কী অবস্থান নেব?। এক্ষেত্রে যাঁরা এমারজেন্সি ই-ভিসা নিয়ে ভারতে আসছেন তাঁদের ব্যাপারেই বা ভারত কী অবস্থান নেবে? তবে অরিন্দম বাগচি জানিয়েছেন,' বর্তমানে তাঁদের জন্য ৬ মাসের ব্যবস্থা করা হচ্ছে। তবে চিরদিন এই ভারত অসহায় মানুষকে আশ্রয় দিয়েছে। এই সমস্য়া শুরু হওয়ার আগেও মানুষ এই দেশে আসতেন।'তবে বিশেষজ্ঞদের মতে আফগান শরনার্থীদের পাশে যে অতিথিপরায়ণ ভারত, তার ইঙ্গিতও মিলতে শুরু করেছে।