ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর সাতদিন কেটে গিয়েছে। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হল না দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের খড়্গপুর-ভদ্রক শাখার পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বালাসোরের বাহানগা বাজার স্টেশনের লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার এবং শনিবার মোট ৩৬ টি 'ট্রেন বাতিল করা হয়েছে। যে বাহানগা স্টেশনেই গত শুক্রবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মেরেছিল আপ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। তার জেরে লাইনচ্যুত হয়ে গিয়েছিল করমণ্ডলের ২১ টি কোচ। কয়েকটি কোচ ছিটকে চলে গিয়েছিল অন্য লাইনেও। যে লাইন দিয়ে সেইসময় প্রবল বেগে আসছিল ডাউন SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ধাক্কা মেরেছিল করমণ্ডলের কোচে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় ৩০০ জনের। আহত হয়েছেন ১,০০০-র বেশি।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস: ৯ জুন বাতিল করা হয়েছে।
২) ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর স্পেশাল: ১০ জুন বাতিল থাকবে।
৩) ০৮৪১৫ জলেশ্বর-পুরী মেমু স্পেশাল: ১০ জুন বাতিল করা হয়েছে।
৪) ১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে
৫) ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
৬) ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে
৭) ০৮০৩১ বালাসোর-ভদ্রক মেমু স্পেশাল: ১০ জুন বাতিল করা হয়েছে।
৮) ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
৯) ২০৮৮৯ হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
১০) ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
১১) ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
১২) ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
১৩) ১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
১৪) ১৮০৪৩ হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
১৫) ১৮৪০৯ শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
১৬) ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
১৭) ১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
১৮) ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
১৯) ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
২০) ০৮০৩২ ভদ্রক-বালাসোর মেমু স্পেশাল: ১০ জুন বাতিল থাকবে।
২১) ১২৮২২ পুরী-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
২২) ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল: ১০ জুন বাতিল থাকবে।
২৩) ০৮৪৩৯ পুরী-পাটনা স্পেশাল: ১০ জুন বাতিল করা হয়েছে।
২৪) ১২৮৯২ পুরী-বাঙ্গিরিপোষি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
২৫) ১৮০২২ খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
২৬) ০৮৪১২ ভুবনেশ্বর-বালাসোর স্পেশাল: ১০ জুন বাতিল থাকবে।
২৭) ২২২০২ পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
২৮) ২২৮০৩ শালিমার-সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
২৯) ০৮০১১ ভঞ্জপুর-পুরী দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
৩০) ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল: ১০ জুন বাতিল থাকবে।
৩১) ২২৮৯০ পুরী-দিঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
৩২) ১৮৪১০ পুরী-শালিমার এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
৩৩) ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
৩৪) ১২৫৫১ SMVT বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
৩৫) ১২২৫৩ SMVT বেঙ্গালুরু-ভাগলপুর সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল করা হয়েছে।
৩৬) ১২৬৬৬ কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ জুন বাতিল থাকবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)