বাংলা নিউজ > ঘরে বাইরে > মিলেছে ১২,২৬০% রিটার্ন, এই সংস্থায় ১০ বছরে এক লাখ টাকা হয়েছে ১.২৩ কোটি টাকা

কোনও সংস্থার ব্যবসা ও ভবিষ্যত আন্দাজ করেই শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। আর ঠিক জায়গায় বিনিয়োগ করলে শেয়ার বাজারই কাউকে কোটিপতি করে তুলতে পারে। বিশেষজ্ঞদের দাবি, এমনই একটি শেয়ার হল Bajaj Finance।

দশ বছর আগে বাজাজ ফিনান্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ৬৩ টাকা। এখন সেটাই বেড়ে হয়ে গিয়েছে ৭,৭৮৬.৪৫ টাকা। অর্থাত্ কেউ ১০ বছর আগে বিনিয়োগ করলে ১২,২৬০ শতাংশ রিটার্ন পাবেন। এক মাস আগে বাজাজ ফিনান্সের শেয়ারের দাম ছিল ৬৯৪৪.৯৫ টাকা করে। একইভাবে ৬ মাস আগেই ছিল ৫,১২২,২০ টাকা। অর্থাত্ অল্প সময়েই দুর্দান্ত পারফর্ম করেছে এই শেয়ার।

অর্থাত্ যদি বিনিয়োগকারী মাত্র ৬ মাস আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তাঁর শেয়ারের দর ১.৫২ লক্ষ টাকা হয়ে যেত। ১০ বছর আগে যদি কেউ বাজাজ ফিন্যান্সের ১ লক্ষ টাকার শেয়ার কিনে রাখেন, আজ তার মূল্য ১.২৩ কোটি টাকা।

(বিশেষ দ্রষ্টব্য বা সতর্কীকরণ : বাজারের বিশেষজ্ঞের মত একান্তভাবেই তারং নিজস্ব মত। তাতে হিন্দুস্তান টাইমস বাংলার কোনও মত নেই)।

বন্ধ করুন