তফসিলি জাতির মানুষদের কাছে আরও বেশি করে পরিষেবা পৌঁছে দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তফসিলি জাতিভুক্ত মানুষদের সক্ষমতা বৃদ্ধি এবং বিকাশের জন্য যা যা প্রয়োজন, সেদিকে নজর দিতে বলেন নির্মলা। অর্থমন্ত্রী মনে করিয়ে দেন, ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির কর্মীদের ১৮ শতাংশই তফসিলি জাতির।
প্রসঙ্গত, নির্মলা সীতারামন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিভিন্ন কেন্দ্রীয় আর্থিক প্রকল্পের বাস্তবায়ন এবং তফসিলি জাতির মানুষদের কাছে সেই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে পর্যালোচনা সভায় অংশ নেন। সেখানেই তিনি ব্যাঙ্কগুলিকে আরও বেশি করে তফসিলি জাতির প্রতি মনযোগী হতে বলেন। এই বৈছকে উপস্থিত ছিলেন সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কের প্রধান, আর্থিক পরিষেবা বিভাগের আধিকারিকরা এবং তফসিলি জাতি কমিশনের চেয়ারপার্সন।
এদিকে বৈঠকে অর্থমন্ত্রী ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেন, কোনও কাজের জন্য যদি তৃতীয়পক্ষকে বরা দেওয়া হয়, তাহলে তার সুনির্দিষ্ট ডিজিটাল রেকর্ড রাখতে হবে। যেমন, ব্যাঙ্কের সাফাইকর্মী বা নিরাপত্তারক্ষীদের (অন্য সংস্থার নিয়োগ করা) যাবতীয় তথ্য রাখতে হবে ব্যাঙ্ককে। তফসিলি জাতির সঙ্গে সম্পর্কিত সমস্ত অভিযোগের প্রতিকারের উপর জোর দিয়েছেন তিনি। এর জন্য ২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু হবে। এদিকে মন্ত্রী ব্যাঙ্কগুলিকে সমস্ত ব্যাকলগ শূন্যপদগুলিকে শীঘ্রই এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে বলেন বৈঠকে।
অর্থমন্ত্রী বলেন, ‘এই বৈঠকের উদ্দেশ্য ছিল তফসিলি জাতিভুক্ত মানুষের উন্নতির জন্য এবং তাঁদের সাংবিধানিক অধিকারগুলি পূরণে একত্রে কাজ করার লক্ষ্যে আলোচনা করা। এবং সেই আলোচনার জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসা।’ এই আবহে মন্ত্রী বলেন, 'আর্থিক সহায়তা দেওয়ার সময় সরকারি খাতায় তফসিলি জাতিভুক্ত কোনও ব্যক্তির তথ্য খতিয়ে দেখে নেওয়া উচিৎ ব্যাঙ্কগুলির।'