বাংলা নিউজ > ঘরে বাইরে > পাঁচদিন বঙ্গে চলবে বৃষ্টি, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রত্যাশা ছাপিয়ে গেল বর্ষা

পাঁচদিন বঙ্গে চলবে বৃষ্টি, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রত্যাশা ছাপিয়ে গেল বর্ষা

সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির পর জলমগ্ন মুম্বই (ছবি সৌজন্য পিটিআই)

৬১ বছর পর দেশে পরপর দু'বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে।

খাতায়-কলমে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে বর্ষা-পরবর্তী মরশুম। কিন্তু আগামী চার-পাঁচদিনে ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-মধ্য বঙ্গোপসাগর, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের নিম্নচাপের জেরেই মূলত সেই বর্ষণ হতে পারে।

তারইমধ্যে মৌসম ভবন জানিয়েছে, ৬১ বছর পর দেশে পরপর দু'বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। গত বছরের তুলনায় এবার বর্ষায় কম সংখ্যক আবহাওয়া অফিসে অত্যন্ত ভারী বৃষ্টি পরিলক্ষিত হলেও সার্বিকভাবে ২০১৭ এবং ২০১৮ সালের তুলনায় দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। যা অত্যন্ত স্যাঁতস্যাতে আবহওয়ার প্রবণতা বজায় রেখেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পরিসংখ্যান অনুযায়ী, এবার বর্ষায় ১০৮.‌৭ শতাংশ (দীর্ঘকালীন সময়ের গড়ের ভিত্তিতে) বৃষ্টি হয়েছে। যা ১৯৯০ সালের পর তৃতীয় সর্বোচ্চ। ১৯৯৪ ও ২০১৯ সালে সেই গড় ছিল যথাক্রমে ১১২ ও ১১০ শতাংশ। বর্ষাকালের বিশ্লেষণ করে মৌসম ভবন জানিয়েছে, ১৯৫৮ এবং ১৯৫৯ সালের পর এই প্রথম দেশে পরপর দু'বছর স্বাভাবিকের থেকে বেশি বর্ষণ হয়েছে।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, ‘ভারতের বিভিন্ন প্রান্তে মাসিক বৃষ্টিপাতের পরিমাণ বিবেচনা করে বলা যায়, ঐতিহাসিক পরিসংখ্যানের নিরিখে এই মরশুম আলাদাভাবে চিহ্নিত থাকবে। জুন, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে দেশে দীর্ঘকালীন সময়ের গড়ের যথাক্রমে ১১৮, ৯০, ১২৭ এবং ১০৪ শতাংশ বৃষ্টি হয়েছে।’

তবে দেশের সর্বত্র একইভাবে বৃষ্টি হয়নি। কয়েকটি অঞ্চলে বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার থেকেও বেশি বর্ষণ হয়েছে। কয়েকটি প্রান্তে আবার উলটো প্রবণতা পরিলক্ষিত হয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে যেমন স্বাভাবিকের ৯৬ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেখানে স্বাভাবিকের থেকে সাত শতাংশ বেশি বর্ষণ হয়েছে।  বিশেষত অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে স্বাভাবিকের থেকে চার শতাংশ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই প্রত্যাশা ছাপিয়ে ১১৮ শতাংশ বৃষ্টিপাত হয়েছে।

তবে সেই তারতম্যে খুব একটা অবাক নন জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের প্রধান কে স্বাতী দেবী। তিনি জানান, বিভিন্ন অঞ্চলের চার মাসের পূর্বাভাসের ক্ষেত্রে প্রায়শই তারতম্য হয়। তা সঠিক হয় না। যত সময় বেশি হয়, তত পূর্বাভাসের বিষয়টি শক্ত হয়ে ওঠে।

পরবর্তী খবর

Latest News

ইলন মাস্কের সংস্থাকে সুবিধা করে দিতে নিরাপত্তা বিধি শিথিল করবে ভারত? বাংলাদেশে UN সেনা পাঠানোর সওয়াল মমতার, রাজনীতি করবেন না, পালটা ইউনুসের উপদেষ্টা ‘আমাকেই ফিরতে হচ্ছে…’ হোর্ডিংয়ের ছবি দেখে চমকে গেল নাগপুর, CM ধাঁধা মহারাষ্ট্রে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু! পাত্র কে? কবে বিয়ে? বাংলাদেশে সংঘালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল বোটক্স নিয়ে ভয়ানক অভিজ্ঞতা, ছবি মিত্তল বলছেন, ‘১ বছর আমার মুখ প্যারালাইজ ছিল' রোহিনী নক্ষত্রে স্বয়ং গুরু বৃহস্পতির প্রবেশ! টাকাকড়িতে পকেট ভরবে বহু রাশির সিরিজ শুরুর আগে প্রশ্ন তুলেছিলেন যোগ্যতা নিয়ে! এখন নীতীশেরই প্রশংসায় গাভাসকর… বিশ্বের সেরা দশে ভারতের Chicken 65, বাকি আইটেমগুলি খেয়েছেন? Health Facts: ফাটা ঠোঁট কি ভিটামিনের অভাবের লক্ষণ?

IPL 2025 News in Bangla

IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.