পাটনার কাছে নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির অভিযোগ উঠেছিল গতকাল। সেই ঘটনায় এবার বিহারের মহাজোট সরকারকে তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধআন অমিত মালব্য। নীতীশের সরকারের সঙ্গে ‘জঙ্গলরাজে’র তুলনা করে টুইট করেন অমিত মালব্য।
অমিত মালব্য টুইট করে লেখেন, ‘আমার মনে আছে পাটনার কাছে দানাপুরে বেড়াতে গিয়েছিলাম। তখন লালু প্রসাদ মুখ্যমন্ত্রী ছিলেন। বিহারে তখন শুধুই অনাচার চলছিল। মানুষ ট্রেনের দরজা খুলতে ভয় পেতেন। এমনকি মানুষকে নামতে দিতেও চাইতেন না। বিশেষ করে সূর্যাস্তের পর আতঙ্কে থাকতেন রেল যাত্রীরা। স্টেশনগুলো জনশূন্য থাকত। আবারও সেই জঙ্গলরাজে স্বাগতম।’
উল্লেখ্য, একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০ জনের সশস্ত্র ডাকাতের একটি দল ট্রেনের উপর চড়ে যাত্রীদের জিনিসপত্র লুঠ করেছে বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ফার্স্টপোস্টের প্রতিবেদনে জানানো হয়, রবিবার ভোররাত তিনটের সময় পাটনার কাছে একটি জায়গায় ডাউন ১২৭৪৪ নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে গিয়েছিল। সেইসময় ট্রেনের ছ'টি থেকে সাতটি বগিতে উঠে পড়ে ২০ জনের সশস্ত্র ডাকাতের একটি দল। ট্রেনে লুঠতরাজ চালানো হয় বলে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রতিবেদন অনুযায়ী, কেন ট্রেন থামিয়েছেন, তা নিয়ে চালককে প্রশ্ন করেছিলেন যাত্রীরা। চালক জানিয়েছেন যে ট্রেনের চেন টানা হয়েছিল। মাসখানেক আগেও বন্দুক ঠেকিয়ে একই কায়দায় নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির অভিযোগ উঠেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। সেই পরিস্থিতিতে বিহারের সেই পুরনো ‘জঙ্গলরাজ’ ফিরে এল কিনা, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল বিজেপি।