বিগত বেশ কয়েক মাস ধরেই আমেরিকার বন্দুকবাজের হামলার ঘটনা সামনে এসেছিল। এবার এই একই ধরনের ঘটনা ঘটল ব্রাজিলে। দক্ষিণ ব্রাজিলের দুই স্কুলে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটল। এই ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আরও ১১ জন জখম হয়েছে এই ঘটনায়। জানা গিয়েছে অভিযুক্ত কিশোরের বয়স মাত্র ১৬ বছর।
জানা গিয়েছে, এসপিরিটো সান্তো প্রদেশের আরাক্রুজ শহরে নিজের প্রাক্তন স্কুলে গিয়ে প্রথমে সেই কিশোর গুলি চালিয়ে দুই জনকে খুন করে এবং আরও ৯ জনকে জখম করে। এরপরই পাশের এক প্রাইভেট স্কুলে যায় সেই কিশোর। সেখানে গুলি করে এক কিশোরীকে খুন করে সে। সঙ্গে আরও ২ জনকে জখম করে সে। এদিকে প্রদেশের গভর্নর রেনাটো ক্যাসাগ্র্যান্ডে জানিয়েছেন, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। এদিকে তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, এই কিশোরের বাবা পুলিশে কাজ করেন। সে বাবার নামে রেজিস্টার্ড দুটি বন্দুক দিয়েই এই হামলা চালিয়েছে। স্কুলের বন্ধ দরজা ভেঙে স্কুলের নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে এই হামলা চালায় সেই কিশোর। পুলিশ কমিশনার জাও ফ্রান্সিসকো ফিলহো সাংবাদিকদের জানিয়েছেন, গত দু’ বছর ধরে এই হামলার পরিকল্পনা করছিল কিশোর। তবে হামলায় তার কোনও নির্দিষ্ট টার্গেট ছিল না।
গভর্নর এই ঘটনার প্রেক্ষিতে বলেন, ‘জুন মাস পর্যন্ত সেই স্কুলেরই ছাত্র ছিল বন্দুকবাজ কিশোর। তারপর তার পরিবার তাকে অন্য স্কুলে ভর্তি করায়। আমাদের কাছে খবর এসেছে, সে মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছে।’ এদিকে হামলায় যাঁরা জখম হন, তাঁদের দ্রুত সুস্থতার কামনা কর। এদিকে মৃতদের আত্মার শান্তি কামনা করেন তিনি।