এবার মাত্র ৩২৯ টাকায় মাসে ১,০০০ জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করল সরকারি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা বিএসএনল। সম্প্রতি BSNL-এর তরফে ভারত ফাইবার ব্রডব্যান্ডের মূল্যতালিকা প্রকাশ করা হয়েছে। তাতে প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৩২৯ টাকা থেকে সঙ্গে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। সব মিলিয়ে মাসে 1TB ইন্টারনেটের জন্য খরচ হবে মাত্র ৩৮৮ টাকা।
BSNL-এর প্রকাশ করা ভারত ফাইবারের মূল্যাতালিকা অনুসারে, ৩২৯ টাকায় ১ মাসে খরচ করা যাবে ১ টিবি ডেটা। কানেকশন স্পিড পাওয়া যাবে ২০ Mbps. ৪৪৯ টাকায় পাওয়া যাবে ৩,৩০০ জিবি ডেটা। স্পিড থাকবে ৩০ Mbps। এছাড়া ৫৯৯ টাকায় মাসে পাওয়া যাবে ৩,৩০০ জিবি ডেটা। স্পিড হবে ৬০ Mbps। ৭৪৯ টাকায় ১০০ Mbps স্পিডে মাসে পাওয়া যাবে ১,০০০ জিবি ডেটা। সঙ্গে সোনি লিভ প্রিমিয়াম, জ়ি ফাইভ প্রিমিয়াম, ভুট ও ইউপ টিভির সাবসক্রিপশন ফ্রি।
প্রতিটি প্যাকের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে যে কোনও নেটওয়ার্কে যত খুশি লোকাল ও STD কল ফ্রি। প্রথম মাসের সাবসক্রিপশন ফিতে ৯০ শতাংশ ছাড়। প্রতিটি প্যাকের মূল্যের সঙ্গে ১৮ শতাংশ GST অতিরিক্ত দিতে হবে।