শুধুমাত্র 'ডিজিটাল রুপি' স্বীকৃত মুদ্রা হবে। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) জারি করা সেই ডিজিটাল মুদ্রা আইনিভাবে বৈধ হতে চলেছে। তবে বিটকয়েন, ইথেরিয়াম বা নন-ফানজিবেল টোকেন (এনএফটি) কখনও স্বীকৃত মুদ্রার তকমা পাবে না। এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থসচিব টিবি সোমনাথান।
বুধবার কেন্দ্রীয় অর্থসচিব বলেন, 'আরবিআইয়ের জারি করা ডিজিটাল মুদ্রা কখনও ডিফল্ট হবে না। অর্থ হবে আরবিআইয়ের। সেটি শুধু হবে ডিজিটাল। আরবিআই যে ডিজিটাল রুপি জারি করবে, তা স্বীকৃত মুদ্রা হবে। বাকি কোনও কিছু স্বীকৃত মুদ্রা নয়, কখনও স্বীকৃত মুদ্রা হবে না।' সঙ্গে তিনি বলেন, 'কখনও স্বীকৃত মুদ্রা হবে না বিটকয়েন, ইথেরিয়াম বা নন-ফানজিবেল টোকেন (এনএফটি)।'
মঙ্গলবার সংসদে যে সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাতে তিনি জানিয়েছেন যে ডিজিটাল সম্পদের লেনদেনের উপর ৩০ শতাংশ কর ধার্য করা হবে। সঙ্গে ‘ডিজিটাল রুপি’-র ঘোষণা করেন। যা ভারতের ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে বড়সড় বুস্টার ডোজ হতে চলেছে। তবে ‘ডিজিটাল রুপি’ এবং ক্রিপ্টোকারেন্সি যে এক আওতায় আনা হচ্ছে না, তা বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকেই স্পষ্ট করে দেন সীতারামন। তিনি বলেন, 'ক্রিপ্টো এবং ডিজিটাল রুপি পুরোপুরি আলাদা। ক্রিপ্টো দুনিয়ার যাঁরা মুনাফা লাভ করছেন, তাঁদের থেকে কর নেওয়া হবে। তাঁদের উপর কর ধার্য করার জন্য কোনও আইনের প্রয়োজন নেই।'
সেই রেশ ধরেই বুধবার অর্থসচিব জানিয়ে দেন, 'যাঁরা ক্রিপ্টোতে বিনিয়োগ করছেন, তাঁদের বুঝতে হবে যে এটায় সরকারের অনুমোদন নেই। এমন কোনও নিশ্চয়তা নেই যে আপনার বিনিয়োগ সফল হবে কি হবে না। কেউ ক্ষতির মুখে পড়তে পারে। সেজন্য সরকার দায়ী হবে না।'