বাংলা নিউজ > ঘরে বাইরে > Bullet Train From Varanasi: প্রথম রুট চালুর আগেই বুলেট ট্রেনের দ্বিতীয় রুটের নীলনকশা আঁকলেন রেলমন্ত্রী, চলছে সমীক্ষা

Bullet Train From Varanasi: প্রথম রুট চালুর আগেই বুলেট ট্রেনের দ্বিতীয় রুটের নীলনকশা আঁকলেন রেলমন্ত্রী, চলছে সমীক্ষা

বুলেট ট্রেন (প্রতীকী ছবি) (AFP)

মন্ত্রী বলেন, ‘দেশে আরও বুলেট ট্রেন করিডোর তৈরি করা হবে। নয়া রুটে বুলেট ট্রেন চালু করতে সমীক্ষার কাজ চলছে।’

মুম্বই-আমদাবাদ রুটে দেশের প্রথম বলেট ট্রেন চালু হতে চলেছে ভবিষ্যতে। সেই প্রকল্পের বাস্তবায়নের জন্য জোর কদমে কাজ করছে রেল। এরই মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেন, মুম্বই-আমদাবার রুট বাদেও বারাণসী থেকেও বুলেট ট্রেন চালু করা হবে। উচ্চ-গতির বুলেট ট্রেনের দ্বিতীয় করিডরের প্রস্তাবিত রুটে থাকতে চলেছে গ্রেটার নয়ডা, আগ্রা, লখনউ, প্রয়াগরাজ এবং বারাণসী।

মন্ত্রী বুলট ট্রেনের কাজ নিয়ে বলেন, ‘এর মাধ্যমে নতুন নতুন জিনিস শিখতে পারছি আমরা। দেশে আরও বুলেট ট্রেন করিডোর তৈরি করা হবে। বারাণসীতে বুলেট ট্রেন চালু করতে সমীক্ষার কাজ চলছে।’ উল্লেখ্য, বারাণসী জেলার কাশী রেল স্টেশনের উন্নয়নের স্বার্থে ৩৫০ কোটি টাকা ব্যয় করছে কেন্দ্র। কাশীর ধর্মীয় ঐতিহ্য ও এবং মন্দিরের সঙ্গে জড়িত সংস্কৃতির কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে। সেই কাজের তদারকি করতে বারাণসী যান রেলমন্ত্রী। সেখানেই বুলেট ট্রেনের সমীক্ষার বিষয়ে জানান তিনি।

কাশী স্টেশনকে বিমান ও জলপথের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা চলছে এবং এর নীলনকশা তৈরির কাজ চলছে। মন্ত্রী জানান, সংযোগের নীলনকশা চূড়ান্ত হয়ে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে কাজ শুরু হবে। অশ্বিনী বৈষ্ণব আরও জানান, কাশী স্টেশনের সঙ্গেই জেটি যুক্ত করা হবে। কাশী স্টেশনকে নতুন করে সাজিয়ে তুলতে আড়াই থেকে তিনবছর সময় লাগবে। গতকাল রাজঘাট সেতু পরিদর্শনের সময়, কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে চারটি রেল ট্র্যাক সহ একটি নতুন সেতু এবং উপরে একটি ছয় লেনের হাইওয়ে গঙ্গার উপর নির্মিত হবে। মন্ত্রী গতকাল আরও দাবি করেন, রেলওয়ে প্রতিদিন দেশ জুড়ে ১২ কিলোমিটার হারে ট্র্যাক স্থাপন করছে। মন্ত্রী বলেন, নতুন ট্র্যাক স্থাপনের কাজ যত দ্রুত গতিতে এগোবে, তত তাড়াতাড়ি নতুন ট্রেন চালানো যাবে।

 

বন্ধ করুন