বাংলা নিউজ > ঘরে বাইরে > Bharat Ratna: ভোটের আগে বড় চাল! ২ প্রাক্তন প্রধানমন্ত্রী, সবুজ বিপ্লবের জনক পাচ্ছেন ভারতরত্ন

Bharat Ratna: ভোটের আগে বড় চাল! ২ প্রাক্তন প্রধানমন্ত্রী, সবুজ বিপ্লবের জনক পাচ্ছেন ভারতরত্ন

চৌধুরী চরণ সিং, এম স্বামীনাথন এবং নরসিমহা রাও পাচ্ছেন ভারতরত্ন। (ছবি সৌজন্যে, এক্স @NarendraModi)

চৌধুরী চরণ সিং, নরসিমহা রাও এবং এম স্বামীনাথন পাচ্ছেন ভারতরত্ন। অর্থাৎ দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতের ‘সবুজ বিপ্লবের জনক’-কে সেই সম্মানে ভূষিত করা হল। যা লোকসভা ভোটের বছরে বড় চাল বলে মত সংশ্লিষ্ট মহলের।

লোকসভা ভোটের বছরে আরও তিন বিশিষ্ট ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হচ্ছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও এবং ভারতের সবুজ বিপ্লবের 'নায়ক' এম স্বামীনাথনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্নে ভূষিত করা হচ্ছে। দিনকয়েক আগেই লালকৃষ্ণ আডবানিকে ভারতরত্ন প্রদানের ঘোষণা করা হয়। তারপর আজ যে তিনজন বিশিষ্টকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হল, তা লোকসভা ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে সংশ্লিষ্ট মহলের মত। ওই মহলের মতে, এবার আডবানি, চৌধুরী চরণ, নরসিমহা এবং স্বামীনাথনকে ভারতরত্ন প্রদান করে বড় চাল দিল কেন্দ্রের বিজেপি সরকার।

চৌধুরী চরণ সিংকে নিয়ে মোদী

মোদী বলেন, 'আমাদের সৌভাগ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংজি'কে যে ভারতরত্ন সম্মান প্রদান করা হচ্ছে, সেটা আমাদের সৌভাগ্য। দেশের জন্য উনি যে অতুলনীয় অবদান রেখেছিলেন, সেটার প্রতি সম্মান প্রদান করা হচ্ছে। উনি কৃষকদের অধিকার এবং তাঁদের কল্যাণের জন্য নিজের পুরনো জীবন সমর্পিত করে দিয়েছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা বিধায়ক হোক - উনি সর্বদা দেশের উন্নতির জন্য সর্বদা কাজ করে গিয়েছেন।' 

তাৎপর্যপূর্ণভাবে মোদীর টুইটে জরুরি অবস্থার বিষয়টি উঠে এসেছে। যে জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে লাগাতার আক্রমণ শানিয়ে এসেছেন মোদী। লাগাতার তোপ দেগে যায় বিজেপি। তারইমধ্যে অ-কংগ্রেসি জমানার অব্রাহ্মণ নেতা চৌধুরী চরণকে ভারতরত্ন প্রদান করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'জরুরি অবস্থার সময় কঠোরভাবে রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের কৃষক ভাইবোনেদের প্রতি উনি যেভাবে নিজের জীবন সমর্পণ করেছেন এবং জরুরি অবস্থার সময় গণতন্ত্রের প্রতি তাঁর যে অবদান আছে, তা দেশের জন্য অনুপ্রেরণাদায়ক।'

এমএস স্বামীনাথনের প্রসঙ্গে মোদী কী বললেন?

সবুজ বিপ্লবের ‘জনক’-র বিষয়ে মোদী বলেন, ‘আমাদের দেশের কৃষিক্ষেত্র এবং কৃষকদের কল্যাণের ক্ষেত্রে অভাবনীয় অবদানের জন্য ডক্টর স্বামীনাথন জি'কে যে ভারতরত্ন প্রদান করছে ভারত সরকার, তা অত্যন্ত আনন্দের বিষয়। কঠিন সময় কৃষিক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

আরও পড়ুন: LK Advani: জন্ম করাচিতে, BJPর লৌহপুরুষ আডবানি পাচ্ছেন ভারতরত্ন! রামমন্দির আন্দোলনের পথিকৃতের প্রাপ্তির ঝুলি একনজরে

স্বামীনাথনের ক্ষেত্রে মোদীর টুইটে আত্মনির্ভর ভারতের বিষয়টি বাড়তি গুরুত্ব পেয়েছে। যিনি নিজের শাসনকালে বারবার আত্মনির্ভর ভারতের উপর জোর দিয়েছেন। মোদী বলেন, ‘ডক্টর স্বামীনাথনের দূরদর্শী নেতৃত্বের ফলে শুধু যে ভারতের কৃষিক্ষেত্রের আমূল পরিবর্তন হয়েছে, তা নয়। তিনি দেশের খাদ্যসুরক্ষা এবং সমৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে গিয়েছেন। তাঁকে আমি খুব কাছ থেকে দেখেছি। আমি সবসময় ওঁনার চিন্তাভাবনা এবং পরামর্শকে গুরুত্ব দিয়ে এসেছি।’

নরসিমহা রাওয়ের প্রসঙ্গে মোদী কী বললেন? 

বৃহস্পতিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মোদী। আর যে প্রধানমন্ত্রীর আমলে ভারতের অর্থনীতির রূপ পালটে দিয়েছিলেন মনমোহন, শুক্রবার তাঁকে ভারতরত্ন দেওয়া হল। মোদী বলেন, ‘ভারতের অর্থনীতিকে মজবুত করে তোলার ক্ষেত্রে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা দেশের সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল।’

আরও পড়ুন: Narasimha Rao: মরণোত্তর ভারতরত্নে সম্মানিত প্রাক্তন PM নরসিমহা রাও, দেশের ‘আর্থিক সংস্কারের জনক’ এর সাফল্যের সফর একনজরে

ঘরে বাইরে খবর

Latest News

অজান্তেই এতদিন ঠকছিলেন? ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে কড়া বার্তা RBI-র কেবল সুস্বাদুই নয়, নিয়মিত অ্যাভোকাডো খেলে দূরে থাকবে বহু রোগ! কী কী সেগুলি অভিষেকের সভা শেষে চায়ের আড্ডা, সেখানেই হামলা, আক্রান্ত MLA, রক্তাক্ত দেহরক্ষী মধ্যপ্রদেশে ফের ধাক্কা, রাহুলের নাকের ডগায় বিজেপিতে যোগ দিলেন ৬ বারের বিধায়ক T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় শুধু রিঙ্কু বা রাহুল নয়, এই ৮ ক্রিকেটারও ভালো পারফর্ম করে সুযোগ পেলেন না ক্লান্তি চোখেমুখে! ‘আর তো শেষই হচ্ছে না…’, কীসে এত বিরক্ত আদৃত-প্রিয়া কৌশাম্বি বরের পর এবার স্ত্রী! স্পাই থ্রিলারে আলিয়ার সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশনে ভিড়বেন ববি ১ মে ২০২৪ লাকি রাশি কারা? বৃষে বৃহস্পতির গমনে প্রমোশন, লাভ, টাকার জোয়ার ‘প্রথমবার ক্যামেরার সামনে, আর বাবা সেটা দেখতে পেলেন না, উনি রাহাকেও দেখে যাননি’

Latest IPL News

T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে ‘অত নাচতে হবে না’… হঠাৎ কেন চিয়ার লিডারদের উদ্দেশ্যে এমন বললেন নাইট ক্রিকেটার? T20 World Cup-এবারের বিশ্বকাপের স্কোয়াডে একজনকে দেখতে চাই…কার কথা বললেন কিং খান? IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো এই ব্যর্থতা ব্যাটিং ইউনিটের, কেকেআরের কাছে হেরে বোলারদের আড়াল করলেন ঋষভ পন্ত ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.