গরমে ফুটছে ইউরোপ। চিনেও প্রচণ্ড গরম। এমনই বেহাল দশা সেদেশে যে গরমের চোটে কংক্রিটের ব্রিজ ভেঙে গিয়েছে চিনে। এই ভয়ানক ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউরোপে গরমের জেরে রাস্তা গলে যাচ্ছে। দাবানল হচ্ছে ফ্রান্স, পোর্তুগাল, স্পেনের মতো দেশে। ইংল্যান্ডেও গরমে নাজেহাল দশা মানুষজনের। সেই নিয়ো গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। বিশ্ব উষ্ণায়ন নিয়ে চর্চা শুরু হয়েছে। এরই মাঝে সামনে এল চিনের ব্রিজ ভাঙার এই ভিডিয়ো।
জানা গিয়েছে, কুয়ানঝৌ শহরের একটি ব্রিজ প্রচণ্ড গরমে ভেঙে পড়ে যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, আচমকা ব্রিজের মাঝখানটা বেক হওয়া কেকের মতো ফুলে ফেপে উঠছে। এরপরই ব্রিজটি ভেঙে যায়। সংবাদ প্রদিবেদনে দাবি করা হয়েছে, গরমের কারণেই ওই সেতুটি ভেঙে গিয়েছে। ভেঙে পড়া ব্রিজটির বয়স মাত্র ২০ বছর বলে জানা গিয়েছে।
তবে সেতু ভেঙে যাওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। যে সময় সেতুটি ভেঙে যায়, তখন ব্রিজের উপর কেউই ছিলেন না। যদি সেই সময় ব্রিজে কেউ থাকত বা কোনও গাড়ি থাকত, তাহলে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারত। জানা গিয়েছে, চিনে প্রায় ১৫ দিন আগে রেকর্ড গরম পড়েছিল। এর জেরে হিট স্ট্রোকে অসুস্থ হন বহু চিনা নাগরিক।