'কো-উইন পোর্টাল চমৎকার', মোদী সরকারের প্রশংসায় কংগ্রেস সাংসদ
1 মিনিটে পড়ুন . Updated: 13 Oct 2021, 07:26 AM IST- বর্তমান প্রেক্ষাপটে সৌজন্যের রাজনীতি কমই দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কো-উইন পোর্টালে পরিচালনায় সরকারের প্রশংসা করেন তিনি। শশী থারুর বলেন, 'পোর্টালটি চমৎকার।' হোয়াটসঅ্যাপের মাধ্যমে কো-উইন থেকে টিকার শংসাপত্র ডাউনলোড করার সুবিধার প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ।
কো-উইন পোর্টালের বিষয়ে তাঁর ভালো লাগাটা প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শশী থারুর। তিনি জানিয়েছেন, সরকারের সমালোচনাও যেমন করেন, তেমন ভালো কাজ করলে তার প্রশংসাও করেন তিনি।
এর আগে, ২০১৯ সালে শশী থারুর বলেন, 'আমি সর্বদাই বলেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো কাজ করলে বিরোধী হলেও আমাদের প্রশংসা ও সমর্থন করা উচিত্। এই সমর্থনমূলক মনোভাবই আমাদের গঠনমূলক সমালোচনাকে আরও প্রাসঙ্গিক করে তুলবে।'
যদিও বর্তমান প্রেক্ষাপটে সৌজন্যের রাজনীতি কমই দেখা যায়। ক্ষমতাসীন সরকারের কোনও সাফল্যে সাধারণত মুখে কুলুপ এঁটে থাকেন বিরোধীরা। অন্যদিকে বিরোধীদের গঠনমূলক সমালোচনা গায়ে মাখেন না ক্ষমতাসীন সরকারের মাথারা। সেই দিক দিয়ে শশী থারুরের এই টুইট যে বেশ দৃষ্টান্তমূলক, তা বলাই যায়। অত্যন্ত তেমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।