HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > ফাঁকা ফ্ল্যাটের টয়লেটে করোনা, পাওয়া গেল নিকাশি পাইপ বেয়ে জীবাণু ছড়ানোর প্রমাণ

ফাঁকা ফ্ল্যাটের টয়লেটে করোনা, পাওয়া গেল নিকাশি পাইপ বেয়ে জীবাণু ছড়ানোর প্রমাণ

টয়লেট ফ্লাশের ফলে জলকণাবাহিত ভাইরাস নিকাশি পাইপ বেয়ে কোভিড আক্রান্ত ফ্ল্যাট থেকে তার ১৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

চিনের এক অব্যবহৃত ফ্ল্যাটের শৌচাগারে পাওয়া গিয়েছে করোনাভাইরাসের নমুনা।

জনহীন ফ্ল্যাটের শৌচাগারে পাওয়া গেল করোনাভাইরাসের উপস্থিতি। গবেষকদের দাবি, বাড়ির নিকাশি পাইপ বেয়ে ছড়িয়ে পড়ছে কোভিড জীবাণু। চিনের গুয়াংঝৌ শহরের ঘটনায় ফিরে এল ১৭ বছর আগে হংকংয়ে সর্বগ্রাসী সার্স অতিমারীর স্মৃতি। 

গত ফেব্রুয়ারি মাসে বহুকাল অব্যবহৃত একটি ফ্ল্যাটের শৌচাগারের বেসিন, জলের কল এবং শাওয়ারের চাবিতে পাওয়া গিয়েছে করোনাভাইরাসের নমুনা। চলতি মাসে চিনের পরিবেশ ও রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত ‘এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ জার্নালে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ওই শৌচাগারের নীচের ফ্ল্যাটে ৫ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন।

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে একটি গবেষণায় দেখা গিয়েছে, টয়লেট ফ্লাশের ফলে জলকণাবাহিত ভাইরাস নিকাশি পাইপ বেয়ে কোভিড আক্রান্ত ফ্ল্যাট থেকে তার ১২ ও ১৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যার ফলে ফেব্রুয়ারি মাসের গোড়ায় এই দুই তলার প্রতিটিতে দুই জন করোনা রোগীর সন্ধান মিলেছে।

২০০৩ সালে হংকং শহরের অ্যাময় গার্ডেন আবাসনে ঠিক এ ভাবেই নিকাশি পাইপ বেয়ে করোনাভাইরাসের আর এক প্রজাতি ছড়িয়ে পড়লে ৩২৯ জন বাসিন্দা সার্স সংক্রমিত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৪২ জন মারা যান। 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি ফর এয়ার কোয়ালিটি অ্যান্ড হেল্থ-এর ডিরেক্টর লিডিয়া মোরস্কা জানিয়েছেন, অধিকাংশ আবাসনে একই নিকাশি বা পানীয় জলের পাইপলাইনের সঙ্গে যুক্ত থাকে একাধিক ফ্ল্যাট। এই কারণে, অনেক সময় জলের সঠিক জোগানের অভাবে কোনও একটি রান্নাঘর বা শৌচাগার থেকে অন্যত্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখা যায়। 

গবেষকরা এর আগেই প্রমাণ করেছেন, শ্বাসবাহিত জলকণার সাহায্যে করোনাভাইরাস সংক্রমণ ঘটে। তবে এর পাশাপাশি চিনের গবেষকরা দাবি করেছেন, বর্জ্য থেকেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। কোভিড আক্রান্ত রোগীদের বর্জ্য পরীক্ষা করেও পাওয়া গিয়েছে তার প্রমাণ। 

এর আগে গবেষণায় দেখা গিয়েছে, টয়লেট ফ্লাশ ব্যবহারের জেরে নিকাশি পাইপ বেয়ে বর্জ্য নামার সময় জলকণাবাহিত হাওয়ায় ভর করে করোনাভাইরাস পাইপের উর্ধ্বভাগে প্রায় ৩ ফিট পর্যন্ত উঠে যেতে পারে। হংকংয়ের অ্যাময় গার্ডেন্সে সেই জলকণাকে ঠেলে আরও উপরে তুলে নিয়ে গিয়েছেল নিকাশি পাইপের ভিতরে থাকা তপ্ত বাতাস। আর সেই সূত্রেই ১৫ তলা উপরে থাকা বাসিন্দাও ভাইরাসের শিকার হয়েছিলেন। 

সম্প্রতি ইতালির মিলান থেকে বিচ্ছিন্ন নাগরিকদের নিয়ে দক্ষিণ কোরিয়াগামী বিমানের শৌচাগার থেকেও কোভিড ছড়াতে দেখা গিয়েছে। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে প্রকাশিত ছোঁয়াচে রোগ সংক্রান্ত জার্নালে ছাপা গবেষণাপত্রে এি তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। 

ওই নিবন্ধে দাবি করা হয়েছে, দক্ষিণ কোরিয়াগামী বিমানের শৌচালয় ব্যবহার করার পরে কোভিড আক্রান্ত হন ২৮ বছরের এক যুবতী। বিমানবন্দর ও বিমানেখেন। তিনি সর্বদাই মাস্ক ব্যবহার করলেও শৌচালয়ে গিয়ে তা কিছুক্ষণ খুলে রেখেছিলেন। সেই সময়ই করোনা সংক্রমণের শিকার হন যুবতী। জানা গিয়েছে, ওই বিমানে থাকা উপসর্গহীন এক কোভিড রোগীও সকলের সঙ্গে শৌচাগারটি ব্যবহার করেছিলেন। তাঁর বর্জ্য থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। 

 

ঘরে বাইরে খবর

Latest News

লাগাতার তাপপ্রবাহের মধ্যেই এল বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কবে হবে কালবৈশাখী? আপনারাই মদত দেন রাশিয়াকে, এটা না থামালে আমরা কিন্তু…চিনকে কড়া কথা আমেরিকার মণিপুরে শহিদ জওয়ানের দেহ ফিরল বাঁকুড়ার গ্রামে, গান স্যালুটে শেষকৃত্য মুখ্যমন্ত্রীকে জুতোপেটা করার নিদান, স্বপন মজুমদারের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে TMC সোশ্যাল মিডিয়ায় অন্য অভিনেত্রীদের প্রবল অস্তিত্বকে কটাক্ষ পায়েলের? বললেন কী? হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ইস্টবেঙ্গলের টার্গেটে প্রীতম কোটাল! বাগানের ‘ঘরের ছেলে’ কী করবেন? কোচ নিয়োগে বিরাট চমক পাকিস্তানের, ভারতকে বিশ্বকাপ জেতানো কার্স্টেনের হাতে বাগডোর পড়ুয়াদের কড়া ভাষায় বকুনি দিতেই পারেন শিক্ষক, জানিয়ে দিল হাইকোর্ট নুসরতের কোলে আস্ত ওরাংওটাং! অভিনেত্রীর গাল ধরে করে দিলেন আদরও! হেসে খুন নেটপাড়া

Latest IPL News

হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.