বাংলা নিউজ > ঘরে বাইরে > DK Shivakumar: ২৩-এর কর্ণাটক জয়ে ২৪-এর ভাবনায় কংগ্রেস, ২০১৩ ও ২০১৮-র ‘রীতি’ ভাঙার পরীক্ষা ডিকে শিবকুমারের সামনে

DK Shivakumar: ২৩-এর কর্ণাটক জয়ে ২৪-এর ভাবনায় কংগ্রেস, ২০১৩ ও ২০১৮-র ‘রীতি’ ভাঙার পরীক্ষা ডিকে শিবকুমারের সামনে

কর্ণাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার এবং রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

এক কর্ণাটক জয়েই বেশ কিছুটা অক্সিজেন পেয়েছিল কংগ্রেস। তবে এই অক্সিজেন কি ২০২৪ সালের ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা পালন করবে? কঠিন পরীক্ষার সামনে ডিকে শিবকুমার। 

দীর্ঘ টালবাহানার পর আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শপথগ্রগহণ করেন সিদ্দারামাইয়া এবং তাঁর ডেপুটি ডিকে শিবকুমার। দলের হয়ে পরপর পরীক্ষায় পাশ করেও মুখ্যমন্ত্রিত্ব পাননি ডিকে শিবকুমার। তবে দলের প্রতি আনুগত্য রেখেই সিদ্দারামাইয়ার ডেপুটির পদ গ্রহণ করেছেন তিনি। তবে ২০২৪ সাল পর্যন্ত দলের প্রদেশ সভাপতি থাকছেন ডিকে। এর আগে ২০১৮ সালে কর্ণাটকে সরকার গঠন করেছিল কংগ্রেস। সেই মঞ্চে বিরোধী ঐক্যের দেখা মিলেছিল। তবে ২০১৯ সালে হার হয় বিরোধীদের। কর্ণাটকেও ভরাডুবি হয় কংগ্রেসের। আর এবার ২০২৩ সালের কর্ণাটক জয়ের পর সেভাবে বিরোধী ঐক্যের দেখাও মিলল না। আমন্ত্রণ পেয়েও আজ বেঙ্গালুরুতে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। যাননি তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিকে আমন্ত্রই পাননি অরবিন্দ কেজরিওয়াল।

এক কর্ণাটক জয়েই বেশ কিছুটা অক্সিজেন পেয়েছিল কংগ্রেস। তবে এই অক্সিজেন কি ২০২৪ সালের ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা পালন করবে? এদিকে আজ মমতা নিজে না গেলেও ২৪-এর দিকে তাকিয়ে তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে বেঙ্গালুরুতে পাঠিয়েছেন তিনি। এদিকে কেন্দ্রে বামেদের সঙ্গে জোটে আছে কংগ্রেস। এই আবহে সীতারাম ইয়েচুরিকে আমন্ত্র করা হয়েছিল আজকের অনুষ্ঠানে। তবে ডাকা হয়নি দেশের একমাত্র বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই ছন্নছাড়া বিরোধী ঐক্যের নিদর্শনের মাঝেই পরবর্তী পরীক্ষার জন্য তৈরি হতে হচ্ছে ডিকে শিবকুমারকে। সম্প্রতিশিবকুমার জানিয়েছিলেন, রাহুল গান্ধী তাঁকে ফোন করেছিলেন, তারপর তিনি উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছিলেন। এবার ২০২৪ সালে সেই রাহুলকেই জেতানোর লড়াইতে নামতে হবে শিবকুমারকে।

এর আগে ২০১৮ সালে যখন কংগ্রেসের সমর্থনে জেডিএস-এর এইচডি কুমারস্বামী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখনও বিরোধী ঐক্যের ছবি তুলে ধরা হয়েছিল শপথগ্রহণ মঞ্চে। ২০২৪ সালের নির্বাচনের আগেও সেই একই কাজ করতে চেয়েছিল কংগ্রেস। কর্ণাটক জিতে তারা বেশ চাঙ্গা। তবে ২০১৮ সালের উদাহরণ তুলে ধরলে দেখা যাবে, কংগ্রেসের সামনে রয়েছে বড় পরীক্ষা। এর আগে ২০১৮ সালে কর্ণাটকে কংগ্রেস ৮০টি আসন জিতেছিল ২২৪টির মধ্যে। জেডিএস-এর সঙ্গে মিলে তারা সরকারও গঠন করেছিল বিজেপিকে পিছনে ফেলে। তবে ২০১৯ সালে কর্ণাটকে ২৮টি লোকসভা আসনের মধ্যে মাত্র একটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। এর আগে ২০১৩ সালেও কংগ্রেস কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল। কিন্তু ২০১৪ সালে মোদী ঝড়ের কারণে লোকসভা নির্বাচনে উড়ে গিয়েছিল তারা। এবার অবশ্য শিবকুমারের কাছে পরীক্ষা এই 'রীতি' বদল করার।

বন্ধ করুন