বিশ্ব উষ্ণায়নকে ঘিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত ব্যাপারে ইউনাইটেড নেশনসের ফ্রেমওয়ার্ক কনভেনশনের নতুন রিপোর্টে উল্লেখ করা হয়েছে,গ্রিন হাউজ গ্য়াস নির্গমন নিয়ে সরকার পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়।
এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। পৃথিবী উষ্ণায়নের হার যাতে ২ডিগ্রি সেলসিয়াসের কম থাকে সেটা দেখা দরকার। ২০৩০ সালের আগে সরকারের আরও একাধিক পদক্ষেপ নেওয়া দরকার বলেও উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রসংঘের ক্লাইমেট চেঞ্জ এক্সিকিউটিভ সেক্রেটারি সিমোন স্টিয়েল জানিয়েছেন গ্রিন হাউজ গ্যাস নির্গমনের বিষয়টি আরও কমাতে হবে। ২১০০র মধ্য়ে পৃথিবীর উষ্ণতা যাতে কম থাকে সেটা নিশ্চিত করার জন্য গ্রিন হাউস গ্যাস নির্গমণের বিষয়টি পুরোপুরি বন্ধ করা দরকার। সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের জেরে নানা সমস্যা তৈরি হচ্ছে ক্রমশ। এব্যাপারে সচেতন হওয়া দরকার।
এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। লক্ষ লক্ষ মানুষের খাদ্য সুরক্ষা বলে কিছু থাকছে না। অপুষ্টিতে ভুগছেন অনেকেই। অতিরিক্ত গরমে মারা যাচ্ছেন অনেকে। গরমের জেরে অনেকেই অন্য জায়গায় চলে যাচ্ছেন। কৃষিকাজ, পর্যটন, মাছ ধরা সবেতেই খারাপ প্রভাব পড়ছে। ধনী দেশগুলিতে কার্বন মনোক্সাইড নির্গমনের পরিমাণ অনেকটাই বেশি। আর তার মাসুল গুনতে হয় গরিবদেশগুলির মানুষকে।